Yograj Singh on MS Dhoni: আয়নায় মুখ দেখুক… ছেলের কেরিয়ার নষ্টের দায় চাপিয়ে ধোনিকে বিঁধলেন যুবরাজের বাবা
Watch Video: যুবরাজ সিংয়ের প্রায় ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অনেক সাফল্য এসেছে। কিন্তু তাঁর বাবা মনে করেন, মহেন্দ্র সিং ধোনির জন্য যুবরাজ তাড়াতাড়ি অবসর ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ফের একবার বিঁধলেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা। অতীতে যোগরাজ সিং বহুবার ছেলের কেরিয়ার নষ্টের জন্য দায় দিয়েছেন মাহিকে। যুবরাজের প্রায় ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অনেক সাফল্য এসেছে। কিন্তু তাঁর বাবা মনে করেন, মহেন্দ্র সিং ধোনির জন্য যুবরাজ তাড়াতাড়ি অবসর ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। সম্প্রতি এক ভিডিয়োতে আবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন।
যুবির বাবা সম্প্রতি এক ভিডিয়োতে বলেন, ‘আমি কখনও মহেন্দ্র সিং ধোনিকে ক্ষমা করব না। আয়নার নিজের মুখটা ওর দেখা উচিত। ও বড় ক্রিকেটার, কিন্তু আমার ছেলের বিরুদ্ধে যা করেছে, তা ঠিক করেনি। সবকিছু এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। সারা জীবনেও ওকে ক্ষমা করতে পারব না। আমি জীবনে কখনও দুটি জিনিস করিনি- প্রথমত, যে আমার সঙ্গে অন্যায় করেছে তাকে আমি কখনও ক্ষমা করিনি। আর দ্বিতীয়ত, আমি জীবনে কখনও সেই সব মানুষদের আলিঙ্গন করিনি, তা সে আমার পরিবারের সদস্যই হোক বা আমার সন্তান।’
যোগরাজের মতে, ধোনির জন্যই আরও কয়েকটা বছর খেলা হয়নি যুবরাজের। তিনি বলেন,’যুবরাজ সহজেই আরও ৪-৫ বছর খেলা চালিয়ে যেতে পারত। কিন্তু, ধোনি ওর জীবনটা নষ্ট করে দিয়েছিল। ধোনির জন্যই তাড়াতাড়ি অবসর নিতে বাধ্য হয় যুবরাজ।’
যুবরাজকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন তাঁর বাবা যোগরাজ। তিনি বলেন, ‘যুবরাজের মত ছেলের জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেওয়াগও অতীতে বলেছে যে আর একটা যুবরাজ সিং তৈরি করা অসম্ভব। ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য যুবরাজকে ভারতরত্ন দেওয়া উচিত।’
Yograj Singh’s latest explosive interview on MS Dhoni. 😨 Also, demands Bharat Ratna for his son Yuvraj Singh for his outstanding and selfless contribution to Cricket. pic.twitter.com/JDoJrLMeIW
— Abhishek (@vicharabhio) August 31, 2024