ভোর ৪টের সময় যুবিকে কেন ঘুম থেকে তুলে দিতেন সচিন?
আজ, মঙ্গলবার ইনস্টাগ্রামে যুবরাজ সিং গল্ফ খেলার ছবি শেয়ার করলেন। ছবিতে যুবির সঙ্গে রয়েছেন তাঁর প্রাক্তন দুই সতীর্থ সচিন তেন্ডুলকর ( Sachin Tendulkar) ও অজিত আগরকর (Ajit Agarkar)।
নয়াদিল্লি: ক্রিকেট (Cricket) থেকে অবসর নেওয়ার পর পছন্দের গল্ফে (Golf) সময় কাটান সচিন তেন্ডুলকর থেকে শুরু করে যুবরাজ সিং (Yuvraj Singh)। আজ, মঙ্গলবার ইনস্টাগ্রামে যুবরাজ সিং গল্ফ খেলার ছবি শেয়ার করলেন। ছবিতে যুবির সঙ্গে রয়েছেন তাঁর প্রাক্তন দুই সতীর্থ সচিন তেন্ডুলকর ( Sachin Tendulkar) ও অজিত আগরকর (Ajit Agarkar)। তবে যুবি শুধু ছবিই শেয়ার করলেন না। ক্যাপশনে সকলকে জানালেন মাস্টার ব্লাস্টারের সঙ্গে তাঁর ক্রিকেট কেরিয়ারের শুরুর দিনের এক আজানা গল্প।
ইন্সটাগ্রামে যুবরাজ লেখেন, “আমার আজও মনে পড়ে, শেষবার তুমি আমাকে ভোর চারটের সময় যখন ডেকেছিলে, তখন আমার প্রথম শারজা সফর ছিল। সেটা আজ থেকে ২১ বছর আগে।” যুবরাজ এই পোস্টেই অজিত আগরকরকে মেনশন করে লেখেন, “আমি নিশ্চিত তুমি এটার সঙ্গে অভ্যস্ত। এখন সময় মজা করার।”
View this post on Instagram
২২ গজের বাইরেও যুবরাজের সঙ্গে লিটল মাস্টারের একটা আলাদাই বন্ধুত্ব রয়েছে। ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁরা একসঙ্গে গল্ফ কোর্সে সময় কাটান। মজার ছবি, গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
View this post on Instagram
যুবরাজের ভক্তরা ভাবতে শুরু করেছেন, ক্রিকেটের পর তিনি গল্ফেই মনোনিবেশ করছেন। প্রসঙ্গত, মার্চ মাসে রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলার সময়, যুবি সেখানে গল্ফ কোর্সে সময় কাটানোর একটি ভিডিয়ো শেয়ার করেন। ক্যপশনে লেখেন, “রায়পুরে আমার গল্ফ কোচ নিখিল চোপড়ার কাছে ১০০টাকা হেরে আমার দিনটি এনজয় করছি। তবে আমি নিশ্চিত, একদিন আমি ওর থেকে ফিরিয়ে নেব। টাইগার উডসের দ্রুত আরোগ্য কামনা করে লাল শার্ট পরে আমি খেলছি।”
আরও পড়ুন: WTC ফাইনালে সামান্য হলেও পিছিয়ে ভারত: যুবরাজ