বিয়ের পর চহাল নিজের ইনস্টাগ্রাম পোস্টে এনগেজমেন্টের ছবি শেয়ার করেছেন।
চলতি বছরের আগস্টে এনগেজমেন্ট হয় চহাল-ধনশ্রীর।
চহালের ইনস্টাগ্রাম পোস্টে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা শুভেচ্ছা জানিয়েছেন। লারা লেখেন, "শুভেচ্ছা!!! সুন্দর।"
ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার সাজিদ মহম্মদও এই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
স্মৃতি যখন ফিরে ফিরে আসে। (ছবি - দি ওয়েডিং স্টোরি ইনস্টাগ্রাম )