FIFA World Cup Qualifier: টানা ২৪ ম্যাচ অপরাজিত মেসিরা
১০ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ব্রাজিল। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মেসিরা। তিন নম্বরে আছে ইকুয়েডর। চতুর্থ স্থানে উরুগুয়ে।
বুয়েনস আইরেস: প্যারাগুয়ের (Paraguay) কাছে আটকে যাওয়ার পর আবার জয়ে ফিরল কোপা চ্যাম্পিয়নরা। প্রাক বিশ্বকাপের ম্যাচে উরুগুয়েকে (Uruguay) ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা (Argentina)। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় মেসিরা (Lionel Messi)। দ্বিতীয়ার্ধে একটি গোল করে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল।
ঘরের মাঠে সুয়ারেজদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণ চালাতে থাকেন মেসিরা। কিন্তু গোলের লকগেট খোলে ৩৮ মিনিটে। ৩৫ গজ দূর থেকে মেসির ফ্লোটার ধরতে এগিয়ে আসেন উরুগুয়ের গোলকিপার। সামনে আর্জেন্টিনার আরেক ফুটবলার নিকোলাস গঞ্জালেজ (Nicolas Gonzalez)। কিন্তু চেষ্টা করেও বলের নাগাল পাননি নিকোলাস। উরুগুয়ের গোলকিপারও ফ্লাইট মিস করেন। এরপর সোজা জালে জড়িয়ে যায় বল (১-০)। দেশের হয়ে ৮০টা গোল করে ফেললেন লিওনেল মেসি।
বিরতির এক মিনিট আগে ফের গোল আর্জেন্টিনার। মেসির বাড়ানো বল মিস করেন মার্টিনেজ। কিন্তু রডরিগো ডি’পল বলটাকে ফলো করে জালে জড়িয়ে দেন (২-০)। দ্বিতীয়ার্ধে উরুগুয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লৌতারো মার্টিনেজ। ডি’পলের থ্রু জালে জড়ান মার্টিনেজ। তবে উরুগুয়েও গোলের সুযোগ পেয়েছিল। সুয়ারেজের দুটো প্রচেষ্টা রুখে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘আমরা দারুণ ফুটবল খেলেছি। সব কিছু ঠিকঠাক কাজে লেগেছে। উরুগুয়েও গোলের সুযোগ পেয়েছিল। তবে আমরা প্রথম গোল পাওয়ার সঙ্গে সঙ্গেই আত্মবিশ্বাস বেড়ে যায় আমাদের।’ টানা ২৪ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা।
১০ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ব্রাজিল। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মেসিরা। তিন নম্বরে আছে ইকুয়েডর। চতুর্থ স্থানে উরুগুয়ে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপই শেষ: নেইমার
আরও পড়ুন: UEFA Nations League: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স