UEFA Nations League: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স

ফুটবলে একটা কথা প্রচলিত আছে। জার্মানি কখনও হেরে যাওয়ার আগে হারে না। শেষ মিনিট অবধি লড়াই চালায়। সেই কথাটা এখন ফ্রান্সের সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে গিয়েছে। যারা সহজে হেরে যায় না। বিপক্ষ দল এগিয়ে গিয়ে যখন আত্মতুষ্টিতে ভোগে, ঠিক সেই সময় বিপক্ষকে চেপে ধরে ফরাসি ব্রিগেড।

UEFA Nations League: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
UEFA Nations League: পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 6:22 PM

মিলান: এ ভাবেই ফিরে আসা যায়। বারবার এ ভাবেই ফিরে যায়। আর চ্যাম্পিয়নরা এ ভাবেই ফিরে আসে। বারবার। যতবার বিপদ আসে, ততবারই স্বপ্নের প্রত্যাবর্তন হয় তাদের। তাই তো তারা বিশ্বচ্যাম্পিয়ন। ঠিক ফ্রান্স (France) যেমন। উয়েফা নেশনস লিগের (UEFA Nation League) ফাইনালে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল ফরাসি ব্রিগেড।

ফুটবলে একটা কথা প্রচলিত আছে। জার্মানি কখনও হেরে যাওয়ার আগে হারে না। শেষ মিনিট অবধি লড়াই চালায়। সেই কথাটা এখন ফ্রান্সের সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে গিয়েছে। যারা সহজে হেরে যায় না। বিপক্ষ দল এগিয়ে গিয়ে যখন আত্মতুষ্টিতে ভোগে, ঠিক সেই সময় বিপক্ষকে চেপে ধরে ফরাসি ব্রিগেড। আর তারপর তাদের আক্রমণে শেষ হয়ে যায় বিপক্ষ দল। খোঁচা খাওয়া বাঘ আর ফরাসি শিবির যেন সমার্থক হয়ে গিয়েছে। দিদিয়ের দেশঁর ছেলেরা কেন বিশ্ব চ্যাম্পিয়ন তা আবার প্রমাণ করল। বিশ্বকাপের মঞ্চ হোক কিংবা উয়েফা নেশনস লিগ, পিছিয়ে পড়ে এ ভাবেই তারা প্রত্যাবর্তন ঘটায়।

সান সিরো (San Siro) স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে ফ্রান্স। ৬৪ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে প্রথমে এগিয়ে যায় স্পেন। ২ মিনিট বাদেই খেলায় সমতায় ফেরে ফ্রান্স। ফরাসি ব্রিগেডকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা (Karim Benzema)। ডান পায়ের দুরপাল্লার শটে পরাস্ত করেন স্প্যানিশ গোলকিপারকে। এরপর দুই দলই আক্রমণ, পাল্টা আক্রমণ চালাতে থাকে। কিন্তু ৮০ মিনিটে বাজিমাত এমবাপের (Kylian Mbappe)। ফরাসি সুপারস্টারের জয়সূচক গোলে বাজিমাত ফ্রান্সের।

ম্যাচের পর বেঞ্জেমা বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিয়েছি। সহজে ছেড়ে দিই নি। সেরা দল সবসময় এটাই করে। কখনও ভয় পায় না। ধৈর্য্য ধরে। সঠিক সময়ে, সঠিক কাজটা করে।’

বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে পিছিয়ে পড়েও এ ভাবে দুরন্ত জয় ছিনিয়ে নেন এমবাপেরা। সেমিফাইনালে প্রথমার্ধে ০-২ পিছিয়ে থেকেই মাঠ ছেড়েছিলেন দিদিয়ের দেশঁর ছেলেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যায় অন্য ফ্রান্সকে। ফাইনালেও পিছিয়ে পড়ে অনবদ্য কামব্যাক করেন এমবাপে-বেঞ্জেমারা।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপই শেষ: নেইমার

আরও পড়ুন:  SAFF Championship: নেপালের বিরুদ্ধে গোল করে পেলেকে ছুঁয়ে ফেললেন সুনীল