ARGENTINA VS BRAZIL: আত্মবিশ্বাসে ভরপুর মেসিরা, বদলা নিতে মুখিয়ে নেইমাররা

আজ রাতে সাও পাওলোয় প্রাক বিশ্বকাপের ম্যাচে আবারও সামনাসামনি দুই হেভিওয়েট। বিশ্ব ফুটবলের দুই পাওয়ার হাউস মুখোমুখি হলেই দু ভাগ হয়ে যায় ফুটবলবিশ্ব।

ARGENTINA VS BRAZIL: আত্মবিশ্বাসে ভরপুর মেসিরা, বদলা নিতে মুখিয়ে নেইমাররা
ARGENTINA VS BRAZIL: আত্মবিশ্বাসে ভরপুর মেসিরা, বদলা নিতে মুখিয়ে নেইমাররা (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2021 | 3:13 PM

সাও পাওলো: কয়েকদিন আগেই নেইমারের ক্লাব পিএসজিতে সই করেছিলেন মেসি। ক্লাব ফুটবলে ফের মেসি-নেইমার একসঙ্গে। সেই রেশ কাটতে না কাটতেই আবার মুখোমুখি দুই সুপারস্টার। ২ মাস পর ফের আর্জেন্টিনা-ব্রাজিল (Argentina vs Brazil) দ্বৈরথ। ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই সঙ্গে দীর্ঘ কয়েক দশকের ট্রফির খরা কাটায় মারাদোনার দেশ। জাতীয় দলের জার্সিতে প্রথম বার আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয় লিওনেল মেসির।

আজ রাতে সাও পাওলোয় প্রাক বিশ্বকাপের ম্যাচে আবারও সামনাসামনি দুই হেভিওয়েট। বিশ্ব ফুটবলের দুই পাওয়ার হাউস মুখোমুখি হলেই দু ভাগ হয়ে যায় ফুটবলবিশ্ব। বিশ্বকাপের বাছাই পর্বে কোপা হারের বদলা নিতে চান নেইমাররা। ফাইনালে ব্রাজিল হারার পরই শুরু হয়ে গিয়েছিল সমালোচনা। সেই ক্ষতে প্রলেপ লাগাতে চায় সেলেকাওরা। ক্লাব বনাম দেশ যুদ্ধে অধিকাংশ ফুটবলারকেই পাননি তিতে। দেশের হয়ে খেলতে আসতে পারেননি প্রিমিয়ার লিগে খেলা ৯ ব্রাজিলিয়ান ফুটবলার। কোভিড পরিস্থিতির জন্য ব্রিটেনের লাল তালিকাভুক্ত দেশগুলোয় ফুটবলার পাঠাতে অরাজী হয় লিভারপুল, আর্সেনাল, চেলসির মতো প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ফলে ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুসদের পায়নি ব্রাজিল। নেইমার-কাসেমিরোদের উপর ভর করেই দল সাজাতে হবে তিতেকে। প্রাক বিশ্বকাপে এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে শীর্ষে নেইমাররা। ৭ ম্যাচে পাকুয়েতাদের ঝুলিতে ২১ পয়েন্ট। আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া তিতে। মেসি-ডি মারিয়াদের বিরুদ্ধে বদলার ম্যাচে জ্বলে উঠতে চান ভিনিসিয়াসরা।

অন্য দিকে দারুণ ছন্দে মেসির আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির হাত ধরে কয়েক দশক পর আন্তর্জাতিক ট্রফি এসেছে। টানা ২১ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। কোপা জয়ের রেশ এখনও কাটেনি। তবুও ডি পল, মার্টিনেজদের সতর্ক রাখছেন আর্জেন্টাইন কোচ। ভেনেজুয়েলার বিরুদ্ধে গত ম্যাচ জেতায় আত্মবিশ্বাস আরও বেড়েছে মেসিদের। ৭ ম্যাচে আর্জেন্টিনার ঝুলিতে ১৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে আছেন মার্টিনেজরা। প্রাক বিশ্বকাপের দলে দিবালাকে নিয়েছেন স্কালোনি। গত ম্যাচে পরিবর্ত হিসেবে দিবালাকে নামিয়ে পরখও করে নিয়েছেন তিনি। ব্রাজিলের ৯ ফুটবলার না থাকলেও প্রতিপক্ষকে হালকা ভাবে দেখছে না আর্জেন্টিনা শিবির। কারণ নেইমার, কাসেমিরো, বার্বোসা, পাকুয়েতা সমৃদ্ধ ব্রাজিল দল অনেক ভয়ানক। মাঝমাঠে ব্রাজিলের খেলা বন্ধ করতে বিশেষ দায়িত্ব থাকছে লো সেলসো, ডি’পলদের কাঁধে। রক্ষণে ওটামেন্ডি-পেজ্জেল্লা জুটিকেই খেলাবেন স্কালোনি। গত ম্যাচে জোয়াকিন কোরেয়া, অ্যাঞ্জেল কোরেয়া পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল পেয়েছিলেন। গোল করেন মার্টিনেজও। তাই গোল করার লোকের অভাব অনেকটাই মিটেছে। সাম্বা ঝড় থামিয়ে ফের একবার ফুটবলবিশ্বে নিজেদের মেলে ধরতে চান মেসি-ডি’মারিয়ারা।

আরও পড়ুন: Indian Football Team: বিতর্কের মাঝেই আজ দ্বিতীয় ম্যাচ সুনীলদের