DURAND CUP: মুখ্যমন্ত্রীর শটে খেলা শুরু ডুরান্ডের
দুই প্রধান নেই। তবু আয়োজনে কোনও ত্রুটি নেই। মুখ্যমন্ত্রীর শটে শুরু ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ।
কোভিডের কারণে গত বছর ঐতিহ্যশালী ফুটবল টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছিল। তার আগের বছর (২০১৯-২০) অবশ্য কলকাতাতেই ডুরান্ডের আসর বসেছিল। সে বারও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ১৬ দল। উদ্বোধনী ম্যাচে এয়ার ফোর্সকে ৪-১ গোলে উড়িয়ে দিল মহমেডান স্পোর্টিং। সাদা-কালোর হয়ে দুরন্ত পারফরম্যান্স আজহারদের। খেলার ১৮ মিনিটে মিলন সিংয়ের গোলে শুরুতে এগিয়ে যায় চের্নিশভের দল। ৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন অরিজিত্ সিং। প্রথমার্ধের শেষ লগ্নে আজহারউদ্দিন মল্লিকের গোলে ৩-০ এগিয়ে যায় মহমেডান স্পোর্টিং। ৭৭ মিনিটে এয়ার ফোর্সের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মার্কাস যোশেপ।
Scenes from the opening ceremony! ?#DurandCup2021 #130thEdition #Legacy #Kolkata #Football #footballtournament #soccer #fifa #aiff pic.twitter.com/ulD4ROtCFb
— Durand Cup (@thedurandcup) September 5, 2021
কলকাতা লিগে (Calcutta Football League) দুরন্ত ছন্দে আছে মহমেডান স্পোর্টিং। লিগের দুটো ম্যাচেই জিতেছেন স্তোজানোভিচরা। ডুরান্ডেও জয় দিয়ে যাত্রা শুরু। এ দিন ম্যাচের সেরা হন সার্বিয়ান ফুটবলার নিকোলা স্তোজানোভিচ। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। আইএসএলের (ISL) এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসির মতো দলগুলো খেলছে এ বারের ডুরান্ডে। যদিও ফ্র্যাঞ্চাইজি দলগুলির বেশিরভাগ রিজার্ভ ফুটবলারই খেলবে ঐতিহ্যশালী ডুরান্ডে। গতবারের চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি এবং আই লিগের সুদেবা এফসি খেলবে ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টে।।