ফুটবল ছাড়া আর কী ভালোবাসেন রয় কৃষ্ণা?

আইএসএলে (ISL) গোলের বন্যা করা এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা (Roy Krishna) এ বার মজেছেন মাছ ধরায় (fishing)। ফিজির স্ট্রাইকারের বরাবরের শখ মাছ ধরা। সময় ও সুযোগ দুটো পেলেই হাতছাড়া করেন না রয়। এ বার সেই শখের কথা নিজেই জানালেন সবুজ-মেরুন শিবিরের তারকা ফুটবলার। পেল্লাই সাইজের মাছ ধরেছেন রয়। তার ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।

| Updated on: Apr 23, 2021 | 6:12 PM
ইন্সটাগ্রামে মাছ ধরার ছবি পোস্ট করে রয় লেখেন, "ফুটবলের পর আমার প্রিয় জিনিস।"

ইন্সটাগ্রামে মাছ ধরার ছবি পোস্ট করে রয় লেখেন, "ফুটবলের পর আমার প্রিয় জিনিস।"

1 / 5
মাছ হাতে রয় বেশ পোজ দিয়েছেন।

মাছ হাতে রয় বেশ পোজ দিয়েছেন।

2 / 5
মুখে তাঁর হাসি দেখে বোঝাই যাচ্ছে, পছন্দের কাজ করতে পেরে বেজায় খুশি ফিজির স্ট্রাইকার।

মুখে তাঁর হাসি দেখে বোঝাই যাচ্ছে, পছন্দের কাজ করতে পেরে বেজায় খুশি ফিজির স্ট্রাইকার।

3 / 5
ভক্তদের কাছে বেশ সাড়া ফেলেছে কৃষ্ণার নতুন অবতার।

ভক্তদের কাছে বেশ সাড়া ফেলেছে কৃষ্ণার নতুন অবতার।

4 / 5
রয় কৃষ্ণা ও তাঁর মাছ ধরার সঙ্গীরা। (সৌজন্যে - রয় কৃষ্ণা ইন্সটাগ্রাম)

রয় কৃষ্ণা ও তাঁর মাছ ধরার সঙ্গীরা। (সৌজন্যে - রয় কৃষ্ণা ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: