বেলজিয়ামকে রুখে দিল গ্রীস

ইউরোতে ছাড়পত্র পায়নি গ্রীস। তাই ফ্রেন্ডলি ম্যাচেই নিজেদের সেরাটা উজাড় করে দিল তারা। ম্যাচের প্রথমার্ধে অবশ্য এগিয়ে গিয়েছিল বেলজিয়াম।

বেলজিয়ামকে রুখে দিল গ্রীস
বেলজিয়ামকে রুখে দিল গ্রীস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2021 | 3:35 PM

ব্রাসেলস: বিশ্বের এক নম্বরদের রুখে দিল গ্রীস। ইউরোর আগে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম-গ্রীস (Belgium vs Greece)। ব্রাসেলসে বেলজিয়াম-গ্রীস ম্যাচ শেষ হল ১-১ গোলে। কুর্তোয়া, কেভিড ডি ব্রুইন, ইডেন হ্যাজার্ডদের ছাড়াই মাঠে নেমেছিল বেলজিয়াম। তবে ইউরোর আগে এই ড্র নিঃসন্দেহে ভাবাবে বেলজিয়াম শিবিরকে।

ইউরোতে ছাড়পত্র পায়নি গ্রীস। তাই ফ্রেন্ডলি ম্যাচেই নিজেদের সেরাটা উজাড় করে দিল তারা। ম্যাচের প্রথমার্ধে অবশ্য এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। খেলার ২০ মিনিটে থোরগান হ্যাজার্ডের গোলে শুরুতে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে গ্রীসকে সমতায় ফেরান জর্জিও টিজাভেলাস।

ম্যাচে রোমেলু লুকাকুর গোল বাঁচান গ্রীসের গোলরক্ষক। প্রথম বার বেলজিয়ামের হয়ে নেতৃত্ব দিলেন লুকাকু। ১৪ মিনিটেই বেলজিয়ামকে এগিয়ে দিতে পারতেন লুকাকু। থোরগান হ্যাজার্ডও ব্যবধান বাড়াতে পারতেন। রবিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বেলজিয়াম।

আরও পড়ুন: টিম হোটেলে প্রথম তিনদিন দেখা করতে পারবেন না বিরাট-রোহিতরা