ইউরোপ সেরা চেলসি

ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) হারিয়ে ইউরোপ সেরা হল থমাস তুচেলের চেলসি (Chelsea)। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ফাইনালে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারাল চেলসি। পোর্তোতে এ দিনের ম্যাচে রক্ষণ সামলে, পাল্টা আক্রমণ করেই বাজিমাত করেছে তুচেলের ছেলেরা।

| Updated on: May 30, 2021 | 2:04 PM
চেলসির হয়ে ফাইনালের ৪২ মিনিটে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।

চেলসির হয়ে ফাইনালের ৪২ মিনিটে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।

1 / 5
ম্যাসন মাউন্টের পাস থেকেই চেলসির হয়ে একমাত্র গোল করেন হাভার্টজ।

ম্যাসন মাউন্টের পাস থেকেই চেলসির হয়ে একমাত্র গোল করেন হাভার্টজ।

2 / 5
ইউরোপ সেরা হয়ে ট্রফি নিয়ে ব্লুজদের উচ্ছাস।

ইউরোপ সেরা হয়ে ট্রফি নিয়ে ব্লুজদের উচ্ছাস।

3 / 5
মরসুমের মাঝপথে চেলসির দায়িত্ব নিয়ে থমাস তুচেল ক্লাবকে করলেন ইউরোপের সেরা।

মরসুমের মাঝপথে চেলসির দায়িত্ব নিয়ে থমাস তুচেল ক্লাবকে করলেন ইউরোপের সেরা।

4 / 5
সতীর্থদের সঙ্গে ট্রফি হাতে ম্যাচের সেরা কান্তে। (সৌজন্যে-চেলসি টুইটার ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

সতীর্থদের সঙ্গে ট্রফি হাতে ম্যাচের সেরা কান্তে। (সৌজন্যে-চেলসি টুইটার ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

5 / 5
Follow Us: