ইউরোপ সেরা চেলসি
ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) হারিয়ে ইউরোপ সেরা হল থমাস তুচেলের চেলসি (Chelsea)। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ফাইনালে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারাল চেলসি। পোর্তোতে এ দিনের ম্যাচে রক্ষণ সামলে, পাল্টা আক্রমণ করেই বাজিমাত করেছে তুচেলের ছেলেরা।
Most Read Stories