EPL: সমর্থকের ফোন ভেঙে পুলিশি তদন্তের মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

একের পর এক বিতর্কের মুখে পড়ে রীতিমতো চাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবারের ম্যাচে আবার এভার্টনের এক কিশোর সমর্থকের ফোন ভেঙে পুলিশি তদন্তের মুখে পড়েছেন সিআর সেভেন। কী ঘটিয়েছেন?

EPL: সমর্থকের ফোন ভেঙে পুলিশি তদন্তের মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
EPL: সমর্থকের ফোন ভেঙে পুলিশি তদন্তের মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 3:31 PM

লন্ডন: একে গোলের মধ্যে নেই। তার উপর ইপিএলে (EPL) একেবারেই ভালো জায়গায় নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। পরিস্থিতি যখন জটিল, তখন একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন টিমের সুপারস্টার ফুটবলার। শনিবার এভার্টনের বিরুদ্ধে ০-১ হেরেছে টিম। মাঠে নামার আগেই গ্যালারিতে থাকা এক কিশোর ফুটবলারকে হেনস্থার অভিযোগে রীতিমতো চাপে পড়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বাধ্য হয়েছেন ক্ষমা চাইতে। তাতেও বিতর্ক থামছে না। এভার্টনের তো বটেই, ম্যাঞ্চেস্টারের ভক্তদেরও কটুক্তি শুনতে হচ্ছে তাঁকে। যে ক্লাব থেকে এক সময় কেরিয়ার শুরু করেছিলেন, সেই ক্লাবে আবার ফিরে আসা খুব একটা সুখকর হয়নি সিআর সেভেনের। শুরুতে গোল পাচ্ছিলেন। টিমকেও টানছিলেন। কিন্তু তার পর আর পর্তুগিজ সুপারস্টারের পায়ে গোল নেই। টিমও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে। এই পরিস্থিতিতে রোনাল্ডোর ফোকাস হওয়া উচিত ছিল, পরের মরসুমে যাতে টিমকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার মতো জায়গায় পৌঁছে দিতে পারেন। তা তো হচ্ছেই না, উল্টে বিতর্কে পড়ে টিম ও নিজের আরও চাপ বাড়াচ্ছেন তিনি।

কী ঘটেছিল? ভিডিওতে দেখা গিয়েছে, এভার্টনের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে ওয়ার্ম করে মাঠ ছাড়ছিলেন রোনাল্ডো। তাঁর বোধহয় সামান্য চোটও ছিল। সাপোর্ট স্টাফের একজনকে দেখাচ্ছিলেন। মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে হাঁটার সময় গ্যালারিতে উপস্থিত দর্শককা যে যার ফোন বের করে ভিডিও করছিলেন রোনাল্ডোর হেঁটে আসা। অন্যদের মতো এক কিশোরও মোবাইল বের করে ভিডিও করছিল। ঠিক তখনই তার পাশ দিয়ে যেতে যেতে এক চাপড় মেরে ফোনটা ফেলে দেন। সেটি ভেঙেও যায়। এর পরই শুরু হয়ে যায় বিতর্ক। রোনাল্ডো কেন এমন আচরণ করলেন, তা নিয়ে সব মহলে শুরু হয়ে যায় কথা। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এভার্টানের মাঠের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে তারা। মার্সেইসাইড পুলিশ এক সরকারি বিবৃতিতে বলেছে, ‘দুপুর আড়াইটে নাগাদ ওয়ার্মআপ সেরে দুটো টিম মাঠ ছাড়ার সময় ঘটনাটা ঘটে। অভিযোগ যে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এক প্লেয়ার খেলা দেখতে আসা এক কিশোরকে হেনস্থা করেছেন। তদন্ত চলছে।’

এভার্টনের বিরুদ্ধে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে। কিন্তু তাঁর এই আচরণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিতর্ক মাথাচাড়া দিতেই সিআর সেভেন ক্ষমা চেয়ে নিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘কঠিন সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন একটা কাজ। এটা বাদ দিলে আমরা সব সময় অন্যদের সম্মান করি, ধৈর্য রাখি, চেষ্টা করি এমন কিছু করতে, যাতে একটা উদাহরণ তৈরি করা যায়। বিশেষ করে যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তাদের জন্য তো বটেই। আমি আমার আচরণের জন্য ক্ষমা চাইছি। ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপের কথা ভেবে ওই সমর্থককে আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড ট্র্যাফোর্ডে এসে খেলা দেখার জন্য।’

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: উমেশকে সরিয়ে পার্পল ক্যাপের মালিক এখন চাহাল