AFC Cup: যুবভারতীতে খেলতে মুখিয়ে বোমাসরা, অনিশ্চিত কৃষ্ণা

পারিবারিক কারণে মঙ্গলবারের ম্যাচে নেই রয় কৃষ্ণা। যদিও বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, ম্যাচের আগে আরও একবার কথা বলবেন ফিজির তারকা ফুটবলারের সঙ্গে। চোটের জন্য নেই সন্দেশ ঝিঙ্গানও। তবে বাগানের ফরোয়ার্ড লাইনআপ যথেষ্ট শক্তিশালী। সামনে লিস্টন কোলাসোকে রেখেই আক্রমণের ছক সাজাচ্ছেন ফেরান্দো। মাঝমাঠে প্রধান ভরসা হুগো বোমাস। থাকছেন জনি কাউকোও।

AFC Cup: যুবভারতীতে খেলতে মুখিয়ে বোমাসরা, অনিশ্চিত কৃষ্ণা
মোহনবাগান বনাম ব্লু স্টার এসসি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 8:43 PM

কলকাতা: ২ বছর পর আবারও যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে বাগান সমর্থকরা। শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এসসির (Blue Star SC) বিরুদ্ধে মাঠে নামছেন প্রীতম কোটাল, হুগো বোমাসরা। আইএসএলের ফাইনালে ওঠা হয়নি। গত বছর এএফসি কাপের (AFC Cup) আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে হেরেই থেমে যেতে হয়েছিল মোহনবাগানকে (ATK Mohun Bagan)। এ বারে ভালো ফল করাই লক্ষ্য সবুজ-মেরুন শিবিরের। প্রাক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এসসি ধারে ভারে অনেকটাই পিছিয়ে। তাও প্রতিপক্ষকে হালকা ভাবে দেখতে নারাজ ফেরান্দো। বিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বাগান কোচ। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠেই অনুশীলন করে এটিকে মোহনবাগান। পাসিং ফুটবলের পর দলের কম্বিনেশনও দেখে নিলেন ফেরান্দো। অনুশীলনেও বেশ চনমনে দেখাল এটিকে মোহনবাগানের ফুটবলারদের।

পারিবারিক কারণে মঙ্গলবারের ম্যাচে নেই রয় কৃষ্ণা। যদিও বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, ম্যাচের আগে আরও একবার কথা বলবেন ফিজির তারকা ফুটবলারের সঙ্গে। চোটের জন্য নেই সন্দেশ ঝিঙ্গানও। তবে বাগানের ফরোয়ার্ড লাইনআপ যথেষ্ট শক্তিশালী। সামনে লিস্টন কোলাসোকে রেখেই আক্রমণের ছক সাজাচ্ছেন ফেরান্দো। মাঝমাঠে প্রধান ভরসা হুগো বোমাস। থাকছেন জনি কাউকোও। উইংয়ে মনবীরও আস্থা জোগাচ্ছেন বাগান কোচ। বাংলার ফারদিন আলিকে দলে নিয়েছে এটিকে মোহনবাগান। তরুণ ফুটবলারদেরও দেখে নেওয়ার সুযোগ থাকছে ফেরান্দোর সামনে।

কোচ ফেরান্দো বলেন, ‘আমরা সবাই ভরা যুবভারতীতে খেলতে মুখিয়ে। সমর্থকদের সামনে খেলার মর্যাদাই আলাদা। দু বছর পর আমরা সমর্থকদের সামনে খেলার সুযোগ পাচ্ছি।’ জনি কাউকো বলেন, ‘আমরা কি করতে পারি, সেটা এএফসি কাপেই দেখাতে হবে। আশা করি আমরা খুব ভালো পারফর্ম করব এই টুর্নামেন্টে।

অন্যদিকে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এসসিতে হাজারও সমস্যা। রবিবার শহরে পৌঁছেও ব্যাগপত্তরের সমস্যায় ভুগতে হয়েছে লঙ্কাবাহিনীকে। ফুটবলারদের সমস্ত কিট ব্যাগ না আসায় ঠিক মতো প্রস্তুতিই সারতে পারেনি ব্লু স্টার এসসি। দেশজুড়ে তীব্র আর্থিক সংকট। পকেটে তীব্র টান। অধিকাংশ ফুটবলারই নিম্ন মধ্যবিত্ত। ভিসা সমস্যায় কলকাতায় আসতে পারেননি দলের অধিনায়ক থারাঙ্গা। চোটের জন্য নেই সহ অধিনায়ক লাহিরু। দলে তিন বিদেশি ফুটবলার। জাতীয় দলে খেলা ৩ ফুটবলার আছে স্কোয়াডে। হাজারও সমস্যার মাঝেও যুবভারতীতে এটিকে মোহনবাগানকে চমকে দিতে মরিয়া ব্লু স্টার এসসি।

আরও পড়ুন: Satyam Patra: স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড সুন্দরবনের সত্যমের