World Cup Qualifier: থামানো যাচ্ছে না সিআর সেভেনকে

২০২২ বিশ্বকাপের (2022 Qatar World Cup) আয়োজক দেশ কাতারের (Qatar) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সহজ জয় পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৩-০ গোলে উড়িয়ে দিল কাতারকে।

World Cup Qualifier: থামানো যাচ্ছে না সিআর সেভেনকে
World Cup Qualifier: থামানো যাচ্ছে না সিআর সেভেনকে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2021 | 5:03 PM

ফারো: থামানো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) হোক কিংবা পর্তুগাল (Portugal)। সিআর সেভেন (CR7) গোল করেই চলেছেন। জাতীয় দলের জার্সিতে ফের গোল রোনাল্ডোর। ২০২২ বিশ্বকাপের (2022 Qatar World Cup) আয়োজক দেশ কাতারের (Qatar) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সহজ জয় পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৩-০ গোলে উড়িয়ে দিল কাতারকে।

খেলার প্রথমার্ধে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৩৭ মিনিটে গোল করেন পর্তুগিজ সুপারস্টার। দেশের হয়ে ১৮১ তম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভেঙে দিলেন সের্জিও ব়্যামোসের রেকর্ড। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনের হয়ে ১৮০ ম্যাচ খেলেছেন ব়্যামোস। সেই রেকর্ড এ দিন ভেঙে দিলেন রোনাল্ডো। রেকর্ড ম্যাচ খেলার দিনেও তাঁকে থামানো গেল না। আলি দায়েরের ১০৯ গোলের রেকর্ড আগেই ভেঙে দিয়েছেন। পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১১২ গোল রোনাল্ডোর ঝুলিতে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ফের গোল পর্তুগালের। ৪৮ মিনিটে হোসে ফন্তের (Jose Fonte) গোলে ব্যবধান ২-০ করেন পর্তুগাল। খেলার একেবারে শেষ লগ্নে কাতারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আন্দ্রে সিলভা (Andre Silva)। মঙ্গলবার বিশ্বকাপের বাছাই পর্বে লুক্সেমবার্গের (Luxembourg) বিরুদ্ধে পরের ম্যাচে নামবেন রোনাল্ডোরা।

আরও পড়ুন: World Cup Qualifier: অ্যান্ডোরাকে ৫ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড

আরও পড়ুন: Cristiano Ronaldo: ৫০ হাজার পাউন্ডে ইতালি থেকে আইসবাথ আনালেন রোনাল্ডো