EURO 2020 : চেককে ‘চেকমেট’ করে শেষ চারে ডেনমার্ক

গোটা টুর্নামেন্টে ৫টি গোল করে ফেললেন চেকদের গোলমেশিন স্চিক। ছুঁইয়ে ফেললেন রোনাল্ডোকে।

EURO 2020 :  চেককে 'চেকমেট' করে শেষ চারে ডেনমার্ক
সেমিফাইনালে পৌঁছানোর পর ড্যানিশদের জয়োল্লাস। ডানদিকে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন ডেনমার্ক কোচ হালমান্ড
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 12:51 AM

ডেনমার্ক- ২ (ডেলানে ৫’, ডলবার্গ ৪২’)

চেক প্রজাতন্ত্র-স্চিক (৪৯’)

বাকুঃ২৯ বছর পর ইউরো কাপের (EURO 2021)সেমিফাইনালে ডেনমার্ক। তৃতীয় কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রকে(CZECH REPUBLIC) হারিয়ে এদিন শেষ চারের টিকিট কেটে ফেলল ডেনমার্ক(DENMARK)। ম্যাচের স্কোর ২-১। ডেনমার্কের হয়ে দুটি গোল ডেলানে ও ডলবার্গের(DOLBERG)। চেক প্রজাতন্ত্রের হয়ে ১টি মাত্র গোল স্চিকের(PATRICK SCHICK)।১৯৯২ সালে শেষবার ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছেছিল ডেনমার্ক। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ড্যানিশরা।

টুর্নামেন্টের শুরু দিন থেকে যদি নজর রাখি, তাহলে ডেনমার্ক হল একমাত্র দল যাঁদের লড়াই ছিল রূপকথার মত। প্রথম ম্যাচেই দলের তারকা মিডিও এরিকসেেন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। প্রতিপক্ষ ছিল ফিনল্যান্ড। হাসপাতালে ভর্তি করা হয় ড্যানিশ মিডিওকে। সুস্থ হওয়ার পর তাঁর ফুটবল কেরিয়ারই এখন প্রশ্নের মুখে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এসেছিলেন ডেনমার্কের অনুশীলনে সতীর্থদের সঙ্গে দেখাও করতে। সেই এরিকসেনই যেন এখন অনুপ্রেরণার নাম ডেনমার্কের কাছে। দ্বিতীয় ম্যাচেও গ্রুপের ফেভারিট বেলজিয়ামের কাছে হরে ইউরো অভিযান যখন কার্যত শেষ হওয়ার মুখে, তখনই জ্বলে উঠেছিল ড্যানিশ ডিনামাইট। রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রিকোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল পলসেন,ক্রিস্টেনসেনরা।এরপর গ্যারেথ বেলের ওয়েলসকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল। আর আজ চেক প্রজাতন্ত্রকে হারিয়ে সেমিফাইনালে ডেনমার্ক। স্বপ্নের উত্থান ছাড়া কিই বা বলা যায় একে!

এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপাতে শুরু করে ডেনমার্ক। ম্যাচের মাত্র ৫ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে ডেনমার্ককে এগিয়ে দেন ডেলানে। প্রথমার্ধের ৪২ মিনিটে মেইলের নিঁখুত ক্রস থেকে গোল করতে ভুল করেননি ডলবার্গ। প্রথার্ধে ২-০ গোলে এগিয়ে থাকায় স্বভাবতই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ডেনমার্ক। দ্বিতীয়ার্ধের শুরুতেই চেক প্রজাতন্ত্রের হয়ে ব্যবধান বাড়ান স্চিক। গোটা টুর্নামেন্টে ৫টি গোল করে ফেললেন চেকদের গোলমেশিন স্চিক। ছুঁইয়ে ফেললেন রোনাল্ডোকে।