EURO 2020 : আমস্টারডামে ডিনামাইট বিস্ফোরণ, বিদায় বেল

২০১২ সালের ইউরোতে পর্তুগালের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ডেনমার্কের বেন্টনার। তারপরে সেই কীর্তি ছুঁলেন ডলবার্গ।

EURO 2020 : আমস্টারডামে ডিনামাইট বিস্ফোরণ, বিদায় বেল
জোড়া গোলের পর হুঙ্কার ডলবার্গের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 12:39 AM

ডেনমার্ক- ৪ ( ডলবার্গ ২৭’,৪৮’,মাইলে ৮৮’, ব্রেথওয়েট ৯০’+৪’)

ওয়েলস- ০

আমস্টারডামঃ জোহান ক্রুয়েফ নামাঙ্কিত স্টেডিয়ামে জ্বলে উঠল ডেনমার্ক(DENMARK)। ইউরোর (EURO 2021)প্রথম প্রিকোয়ার্টার ফাইনালে গ্যারেথ বেলের(GARETH BALE) ওয়েলসকে(WALES) ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে ডেনমার্ক। গোটা ম্যাচ জুড়ে শুধুই ড্যানিশ দাপট। ম্যাচে জোড়া গোল ডলবার্গের(Kasper Dolberg)।  গতবারের সেমিফাইনালিস্ট ওয়েলস এদিন দাঁড়াতেই পারল না ডেনমার্কের আক্রমণের ঝড়ের কাছে।

শুরুতেই গ্য়ারেথ বেল সুযোগ পেয়েছিলেন এগিয়ে যাওয়ার। তবে ওয়েলসকে এগিয়ে দিতে ব্যর্থ হন ওয়েলস সুপারস্টার। এরপর সুযোগ পান অ্যারন রামসে।ব্যস ওখানেই শেষ ওয়েলসের যাবতীয় দাপট। ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের পকেটে পুরে ফেলে ডেনমার্ক। ম্যাচের ২৭ মিনিটে ডলবার্গের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। ওয়েলসের বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ডলবার্গ। ওয়েলসের চাপ বাড়ায় কনর রবার্টের চোট। কুঁচকির চোটের জন্য প্রথমার্ধেই বেরিয়ে যান।

প্রথমার্ধের ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও ড্যানিশ দাপট। আবার ৪৮ মিনিটে গোল ডেনমার্কের। এবারও গোলদাতা সেই ডলবার্গ।২০১২ সালের ইউরোতে পর্তুগালের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ডেনমার্কের বেন্টনার। তারপরে সেই কীর্তি ছুঁলেন ডলবার্গ। এরপর ফের ম্যাচে ফেরার চেষ্টা করে ওয়েলস। দুবার গোলের সুযোগও পায়। কিন্তু গোল করতে ফের ব্যর্থ হয় গতবারের সেমিফাইনালিস্টরা। ম্যাচের শেষ ১০ মিনিট আমস্টারডাম দেখল ডেনমার্ক ঝড় কাকে বলে!  সেই ঝড়ে দিশেহারা হয়ে যায় ওয়েলস। আক্রমণ ভুলে গ্যারেথ বলেরা তখন প্রায় ১০ জনে সামলায় ডিফেন্স।ম্যাচের ৮৮ মিনিটে দুরন্ত গোল মাইলের। বক্সের বাইরে থেকে বল পেয়ে বাঁ পায়ে কাট করে বক্সে ঢুকে চোখধাঁধানো গোল মাইলের। ডিফেন্স সামলাতে যখন হিমশিম ওয়েলস, তখনই ঘটল আরেক বিপদ। লালকার্ড দেখলেন হ্যারি উইলসন।

ম্যাচের ইনজুরি টাইমে মার্টিন ব্রেথওয়েটের গোল। ফের এগিয়ে যায় ডেনমার্ক। প্রাথমিকভাবে গোলটি অএফসাইড মনে হলেও ভারে দেখা যায় গোলটি নৈতিক। ৪-০ গোলে দুর্ধর্ষ জয় ডেনমার্কের। শেষ  ২ম্যাচে ৮ গোল। দুর্বার গতিতে ছুটছে ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়নরা।