Durand Cup 2022: এগিয়ে থেকেও ড্র, মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের খাতা খুলতে ব্যর্থ এটিকে মোহনবাগান
একটি ম্যাচ ড্র হয়েছিল। বাকি চার ম্যাচেই হার এটিকে মোহনবাগানের।
![Durand Cup 2022: এগিয়ে থেকেও ড্র, মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের খাতা খুলতে ব্যর্থ এটিকে মোহনবাগান Durand Cup 2022: এগিয়ে থেকেও ড্র, মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের খাতা খুলতে ব্যর্থ এটিকে মোহনবাগান](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/08/ATKMB-1.jpg?w=1280)
কলকাতা : হার দিয়ে এবারের ডুরান্ড কাপ (Durand Cup 2022) অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। শেষ মুহূর্তে গোল খেয়েছিল। এদিনও এগিয়ে থেকেও ড্র এটিকে মোহনবাগানের। আইএসএলের দুই শক্তিশালী ক্লাব এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) এবং মুম্বাই সিটি এফসি। মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান সবুজ মেরুনের জন্য হতাশার। এর আগে পাঁচ ম্যাচের মধ্যে একবারও মুম্বইকে হারাতে পারেনি এটিকে মোহনবাগান। একটি ম্যাচ ড্র হয়েছিল। বাকি চার ম্যাচেই হার এটিকে মোহনবাগানের। এদিন ১-১ স্কোরলাইনেই মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। একঝাঁক সুযোগ তৈরি করলেও জিতে মাঠ ছাড়তে পারল না এটিকে মোহনবাগান।
আগের ম্যাচে তরুণ গোলরক্ষক অর্শ আনোয়ারকে খেলিয়েছিল এটিকে মোহনবাগান। আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের কাছে ২-৩ গোলে হেরেছিল সবুজ মেরুন। রক্ষণের পাশাপাশি ভুল ছিল গোলরক্ষকেরও। এদিন শক্তিশালী একাদশ নামানোর চেষ্টা করেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। গোলে বিশাল কাইথ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জনি কাউকোর পাস। ডান দিক থেকে ডিফেন্সকে পরাস্থ করে জমি ঘেসা শট লিস্টন কোলাসোর। রক্ষণ, গোলকিপার সকলেই পরাস্থ। মুম্বাইকে বাঁচিয়ে দেয় গোল পোস্ট। লিস্টনের অনবদ্য শট প্রথম পোস্টে লাগে। এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় এটিকে মোহনবাগানের। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ছন্দে মুম্বাই। কাউন্টার অ্যাটাকে এটিকে মোহনবাগান শিবিরেই চাপ বাড়াচ্ছিলেন মুম্বাই এফসি ফুটবলাররা। পর মুহূর্তেই দারুণ একটা গোলের সুযোগ তৈরি হয়েছিল এটিকে মোহনবাগানের। জনি কাউকো শট নিতে পারলেই গোল। বলে পা ছোঁয়াতে পারলেন না।
এটিকে মোহনবাগান ১ (লিস্টন)
মুম্বই সিটি এফসি ১ (পেরেরা দিয়াজ)
মুম্বই শিবিরে রাহুল ভেকের চোট। পরিবর্তে নামেন মেহতাব সিং। মুম্বই রক্ষণে অনেকটাই ধাক্কা রাহুলের মাঠ ছাড়া। ম্যাচের গোলের খাতাও খুলল এরপরই। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল ৪০ মিনিট। লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। বক্সের ডান ডান থেকে আশিস রাইয়ের শট, গোলরক্ষক কোনওরকমে বাঁচানোর চেষ্টাও করেন। হাত ফসকে বল লিস্টন কোলাসোর সামনে। তাঁর শট আটকানোর মতো পরিস্থিতি ছিল না। ১-০ এগিয়ে বিরতিতে মোহনবাগান।
ম্যাচের এক ঘণ্টা পেরোতেই জোড়া বদল এটিকে মোহনবাগানের। জনি কাউকো এবং আশিক কুরুনিয়ানের পরিবর্তে মনবীর সিং এবং কিয়ান নাসিরি। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ানোর মুহূর্ত তৈরি হয়েছিল এটিকে মোহনবাগানের। অনবদ্য পাসিংয়ের পর বাঁ-দিক থেকে গোলে শট মনবীরের। বক্সের মধ্যে সুযোগ সন্ধানীর মতো অপেক্ষায় ছিলেন লিস্টন। ফিরতি বলে শটও নেন। রক্ষণভাগের দক্ষতায় কোনওরকমে গোল বাঁচায় মুম্বই। ৭৬ মিনিটে সমতা ফেরায় মুম্বইয়ের সুপার সাব পেরেরা দিয়াজ। এগিয়ে থেকেও ড্র এটিকে মোহনবাগানের।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)