চুক্তি জট মেটাতে তৈরি কোর কমিটি একাদশ

East Bengal: প্রাক্তন ফুটবলারদের নিয়ে তৈরি ১১ জনের কোর কমিটি।

চুক্তি জট মেটাতে তৈরি কোর কমিটি একাদশ
চুক্তি জট মেটাতে তৈরি কোর কমিটি একাদশ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 10:09 PM

কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal) চুক্তি জট কবে খুলবে তার উত্তর এখনও অজানা। চুক্তি জট মেটাতে আবারও প্রাক্তন ফুটবলারদের দ্বারস্থ কর্তারা। এক আইনজীবীকে সঙ্গে আনেন সুমিত মুখোপাধ্যায়। প্রাক্তন ফুটবলারদের নিয়ে তৈরি ১১ জনের কোর কমিটি (core committee)।

যেই কমিটিতে আছেন মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আরও ৯ প্রাক্তন ফুটবলার। আগের বৈঠকে অনুপস্থিত থাকলেও এদিনের বৈঠকে থাকেন লাল-হলুদের ঘরের ছেলে। কোর কমিটির সদস্য হলেও চুক্তি জট ইস্যুতে কোনও মুখ খুললেন না তিনি। বললেন, ‘আমি কিছু জানিনা। আমি বলতে পারব না।’ সূত্রের খবর, বৈঠক চলাকালীনও বেশ বিরক্তি প্রকাশ করেন মনোরঞ্জন ভট্টাচার্য। কমিটিতে আছেন অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, মিহির বসু, অতনু ভট্টাচার্য, সুমিত মুখোপাধ্যায়, বিকাশ পাঁজি, মেহতাব হোসেন ও রহিম নবিরাও। চুক্তিপত্রে কোন কোন জায়গায় সংশোধন চাইছে ক্লাব সেই বিষয়ে আলোচনা হয়। তখনই মনোরঞ্জন বলেন, ‘এ সব শুনে কি করব? এই আইনী জটিলতা আমরা বুঝব না। আমরা চাই ইস্টবেঙ্গল ফুটবল খেলুক।’

১১ জনের এই বিশেষ কোর কমিটি চুক্তিপত্রের দুটো বিষয়ে আপত্তি জানাচ্ছে। জটিলতা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছে ১১ জনের এই বিশেষ কমিটি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শ্রী সিমেন্টের প্রতিনিধির সঙ্গেও আলোচনা করতে চায় এই কোর কমিটি। মূলত কনস্টিটিউশন অব টার্মিনেশন এবং আরও একটি বিষয়ে আপত্তি রয়েছে ক্লাবের।

চুক্তি জট সমাধানে এর আগে প্রাক্তন সচিব পার্থ সেনগুপ্তকে দায়িত্ব দিয়েছিল ক্লাব। তাঁর প্রস্তাবছ ৭টা বিষয়ে নমনীয় হয়েছিল ইনভেস্টর। এরপর আরও দুটো ক্লজে শিথিলতা চাইছে ক্লাব। যা শোনা মাত্রই খারিজ করে দেন পার্থ। এই ইস্টবেঙ্গলের ফুটবল ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কর্তা, কোর কমিটি সবাই আশাবাদী ফুটবল ফিরবে লাল-হলুদে। কিন্তু কবে ফিরবে সেই উত্তর এখনও অজানাই।

এ দিকে ফের ট্রান্সফার ব্যান ইস্টবেঙ্গলে। পিণ্টু মাহাতো, রক্ষিত ডাগার এবং আভাস থাপার বকেয়া মেটায়নি ক্লাব। তিনজনের মিলিয়ে মোট ৯-১০ লক্ষ বকেয়া আছে। গতকাল ফেডারেশনের তরফ থেকে নির্দেশ দেওয়ার হয়, ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া মিটিয়ে দিতে। কিন্তু ক্লাব সেই বকেয়া না মেটানোয় ফের ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হল ক্লাবকে।

আরও পড়ুন: বিরক্ত শ্রী সিমেন্ট শোনাচ্ছে লিমিটেড টাইম অফারের কথা