East Bengal: চোট চিন্তায় জেরবার কুয়াদ্রাত, ইস্টবেঙ্গল যেন মিনি হাসপাতাল

সোমবার ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। দিন কয়েক আগে আর্মির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হারতে হয়েছিল লাল-হলুদকে। আর্মির ফিজিক্যাল ফুটবলে ইস্টবেঙ্গলে চোটের তালিকাও দীর্ঘ হয়েছিল।

East Bengal: চোট চিন্তায় জেরবার কুয়াদ্রাত, ইস্টবেঙ্গল যেন মিনি হাসপাতাল
East Bengal: চোট চিন্তায় জেরবার কুয়াদ্রাত, ইস্টবেঙ্গল যেন মিনি হাসপাতালImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2024 | 1:00 PM

কলকাতা: সোমবার ডুরান্ড কাপ (Durand Cup) অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে লাল-হলুদ শিবির যেন মিনি হাসপাতাল। চোট চিন্তায় জেরবার কোচ কার্লেস কুয়াদ্রাত। প্রাক মরসুম প্রস্তুতিতে চোটের তালিকা ক্রমশ দীর্ঘ হয়েছে। গতবারের ডুরান্ড রানার্স আপদের যা অবশ্যই ভাবাচ্ছে। সোমবার ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। দিন কয়েক আগে আর্মির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হারতে হয়েছিল লাল-হলুদকে। আর্মির ফিজিক্যাল ফুটবলে ইস্টবেঙ্গলে চোটের তালিকাও দীর্ঘ হয়েছিল। ১৮ অগাস্ট ডুরান্ডের বড় ম্যাচ। তার আগে ৭ তারিখ ডাউনটাউনের বিরুদ্ধে গ্রুপের আর একটি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।

কুঁচকিতে চোট পেয়ে ২ মাস মাঠের বাইরে নিশু কুমার। শিবির ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন লাল-হলুদের সাইড ব্যাক। গোড়ালিতে চোট রয়েছে নন্দকুমারের। গত মরসুমে ডুরান্ড কাপের প্রথম ডার্বির নায়ক আর্মির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন। ইস্টবেঙ্গল সূত্রের খবর, নন্দর চোট গুরুতর নয়। তবে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে তাঁর।

ইস্টবেঙ্গলে অনুশীলন শুরুর পরই কোমড়ে চোট পান অধিনায়ক ক্লেটন সিলভা। এই মুহূর্তে রিহ্যাবে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথম ম্যাচে মাঠের বাইরেই থাকবেন। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই পুরো ফিট হয়ে উঠতে পারেন ক্লেটন। নয়া রিক্রুট প্রভাত লাকরাও রিহ্যাবে আছেন।

সাউল ক্রেসপোর চোট থাকলেও, নিজে জানাচ্ছেন প্রথম ম্যাচ খেলতে তাঁর কোনও অসুবিধা নেই। একই সুর কোচ কুয়াদ্রাতের গলাতেও। সোমবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। পিভি বিষ্ণুও চোট সারিয়ে অনেকটা ফিট। প্রথম ম্যাচে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী লাল-হলুদ শিবির। এদিকে ষষ্ঠ বিদেশি হিসেবে হেক্টর ইউস্তের নাম ভাসছে ইস্টবেঙ্গলে। ইউস্তের বয়স বিশাল ফ্যাক্টর। যদিও স্প্যানিশ ডিফেন্ডারের আইএসএল এবং কলকাতায় খেলার অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছে ইস্টবেঙ্গল।