East Bengal : ইস্টবেঙ্গলে সই করলেন দুই বিদেশি ডিফেন্ডার এলসে এবং পারদো
এলসে এবং পারদোর ইস্টবেঙ্গলে আসার গুঞ্জন আগেই ছড়িয়ে পড়েছিল। শনিবার সকালে ইস্টবেঙ্গলের তরফে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করা হয়েছে।
কলকাতা : ইস্টবেঙ্গলে (East Bengal) সই করলেন দুই বিদেশি ডিফেন্ডার জর্ডন এলসে এবং হোসে আন্তোনিও পারদো লুকাস। এলসে অস্ট্রেলিয়ার ‘এ ‘ লিগের দল পার্থ গ্লোরি থেকে ইস্টবেঙ্গলে এলেন। স্প্যানিশ ফুটবলার পারদো স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন। লা লিগা ২-এ ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এলসে এবং পারদোর ইস্টবেঙ্গলে আসার গুঞ্জন আগেই ছড়িয়ে পড়েছিল। শনিবার সকালে ইস্টবেঙ্গলের তরফে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করা হয়েছে। ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে, নতুন দুই বিদেশি ফুটবলারের নির্বাচন করা হয়েছে হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ মতো। দলের রক্ষণ সামলাতে এই দুই বিদেশি দলের সম্পদ হতে পারেন বলে মনে করছেন লাল হলুদ কোচ। বিস্তারিত TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
‘এ’ লিগের দল অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে একঝাঁক ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে ২৯ বছরের জর্ডন এলসের। ২০১৫-১৬ মরসুমে এ-লিগ প্রিমিয়রশিপে খেলেছেন। ২০১৫-১৬ মরসুমে এ-লিগ চ্যাম্পিয়নশিপ এবং ২০১৮ ও ২০১৯ সালে দু’বার অস্ট্রেলিয়া কাপ জেতেন। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত অ্যাডিলেডের হয়ে খেলার পর নিউক্যাসল জেট টিমে যোগ দেন। নিউক্যাসলের হয়ে দুটি মরসুমে ৩৫টি ম্যাচ খেলে এই সেন্টার ব্যাক জানুয়ারি মাসে যোগ দেন পার্থ গ্লোরিতে। ভারতীয় ফুটবলে পা রাখতে পেরে উচ্ছ্বসিত এলসে বলেছেন, “এই ঐতিহাসিক ক্লাবে পা রেখে আমি সম্মানিত বোধ করছি। সতীর্থদের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি। আশা করি সাফল্য পাব। ইস্টবেঙ্গলের সমর্থকদের ব্যাপারে অনেক কিছু শুনেছি। তাঁদের সামনে খেলার তর সইছে না।”
পারদোর উত্থান স্পেনের ভিয়ারিয়াল এবং ভ্যালেন্সিয়ার যুব ফুটবল টিম থেকে। গত মরসুমে খেলেছেন এলডেনসের হয়ে। চলতি বছরের জুন মাসে ৬১ বছর পর দলটিকে তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে তুলে আনতে সাহায্য করেছেন। এই অভিজ্ঞ সেন্টার ব্যাক ভারতীয় ফুটবলে কেরিয়ারের নতুন সূচনা করতে তৈরি। তিনি বলেছেন, “ইস্টবেঙ্গলের মতো ইতিহাসবিজড়িত ক্লাবের হয়ে ভারতীয় ফুটবলে নিজের জার্নি শুরু করতে তৈরি। আশা করছি সমর্থকদের ভালোবাসার মূল্য দিতে পারব। দারুণ একটা বছর আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে।”