Fifa Women’s World Cup 2023 : সুইসদের ৫-১ উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন

Spain beat Switzerland : গ্রুপ পর্বে জাপানের বিরুদ্ধে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়াল স্পেনের মেয়েরা।

Fifa Women's World Cup 2023 : সুইসদের ৫-১ উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 3:02 PM

অকল্যান্ড : গ্রুপ স্টেজের শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে ০-৪ গোলে হার যন্ত্রণাদায়ক ছিল। তবে ভেঙে পড়েনি স্পেনের জাতীয় মহিলা ফুটবল দল। শনিবার অকল্যান্ডে শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সুইৎজারল্যান্ড। জাপানের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে এদিনের ম্যাচে দুরন্তভাবে ঘুরে দাঁড়াল স্পেন। সুইসদের (Spain vs Switzerland) জালে পাঁচ বার বল জড়ালেন স্পেনের মেয়েরা। ৫-১ ব্যবধানে জয় তাদের পৌঁছে দিল মেয়েদের ফিফা বিশ্বকাপের শেষ আটে (Fifa Women’s World Cup 2023)। অকল্যান্ডের ইডেন পার্কে গোল করলেন আইতানা বনমাতি, আলবা রেডন্ডো, লাইয়া কোডিনা এবং জেনিফার হারমোসোরা। প্রথমার্ধে লাইয়া কোডিনা আত্মঘাতী গোল করে বসেন। ৪৫তম মিনিটে সুইসদের জালে বল জড়িয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি। এই প্রথম বার মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল স্পেন। TV9 Bangla Sports এ রইল বিস্তারিত।

শনিবার শেষ ষোলোর ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করলেন আইতানা বনমাতি। একটি করে গোল আলবা রেডন্ডো, লাইয়া কোডিনা এবং জেনিফার হারমোসোর। স্পেনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে চলতি বিশ্বকাপে একটিও গোল হজম করেনি সুইৎজারল্যান্ড। তারাই শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল ৪-১ গোলে। প্রথম পাঁচ মিনিটেই গোল হজম করে রজার ফেডেরারের দেশ। বনমাতি ম্যাচের প্রথম পাঁচ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন। এরপর ১১তম মিনিটে লাইয়া কোডিনার আত্মঘাতী গোলে সমতা ফেরায় সুইৎজারল্যান্ড। ১৭তম মিনিটে স্পেনের হয়ে ব্যবধান বাড়ান আলবা রেডন্ডো। টুর্নামেন্টে তৃতীয় গোল তাঁর। ৩৬তম মিনিটে বনমাতি ব্যক্তিগত দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন। বিরতির ঠিক আগে কোডিনার গোলে ব্য়বধান দাঁড়ায় ৪-১। ৭০তম মিনিটে স্পেনের হয়ে শেষ গোলটি করেন হারমোসো।

জাপানের কাছে লজ্জার হারের পর স্পেনের কোচ হোর্হে ভিলদা দলে বেশ কয়েকটি সাহসী পরিবর্তন আনেন। দু’বারের ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিস পুটেলাসকে শেষ ষোলোর ম্যাচে খেলাননি। এই ম্যাচের জন্য বেছে নেন নবাগত গোলরক্ষক ক্যাটা কলকে। স্টার্টিং লাইন আপে মোট পাঁচটি পরিবর্তন করা হয়। কোচের এই সিদ্ধান্তে ম্যাজিকের মতো কাজ হয়েছে। ওয়েলিংটনে নেদারল্যান্ডস অথবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে স্পেন।