অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থতার পথে ফুটবলের রাজপুত্র

মস্তিস্কের অস্ত্রোপচারের পর এবার  দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন মারাদোনা।

অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থতার পথে ফুটবলের রাজপুত্র
দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন মারাদোনা (সৌজন্য- টুইটার)
Follow Us:
| Updated on: Nov 24, 2020 | 12:04 PM

TV9 বাংলা ডিজিটাল : মস্তিস্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থতার পথে মারাদোনা । ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা (Diego Maradona) এবার তাঁর ভক্তদের সাথে রসিকতাও করছেন। মারাদোনার চিকিৎসক লিওপল্ডো লুক বুধবার সন্ধ্যায় বলেছেন, মস্তিস্কের অস্ত্রোপচারের (Brain Surgery) পর এবার  দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন মারাদোনা। এই সুস্থতাকে ‘আশ্চর্যজনক’ বলে দাবিও করেছেন ফুটবল রাজপুত্রের চিকিৎসক।

Maradona image

অলিভোস ক্লিনিকের বাইরে মারাদোনার ভক্তরা (সৌজন্য – টুইটার)

লিওপল্ডো লুক আরও বলেছেন যে, ৬০ বছর বয়সী মারাদোনার স্নায়ুবিক কোনও ক্ষতি হয়নি। এত তাড়াতাড়ি মারাদোনা সেরে উঠছেন দেখে তাঁর চিকিৎসক ভীষণ খুশি হয়েছেন। তার সাথে  তিনি খানিকটা অবাকও হয়েছেন। কারণ ইতিমধ্যেই মারাদোনা মানসিক দিক থেকেও বেশ খানিকটা উদ্বেগের মধ্যে ছিলেন।

আরও পড়ুন:করোনা আবহের মধ্যেই হাসপাতালে মারাদোনা, উদ্বেগে ভক্তরা 

আপাতত বুয়েনস আইরেস প্রদেশের অলিভোস ক্লিনিকে আছেন ফুটবলের রাজপুত্র। অলিভোস ক্লিনিকের বাইরে তাঁর ভক্তরা জড়ো হয়ে অনবরত মারাদোনার উদ্দেশ্যে “দিয়েগো, দিয়েগো” বলে স্লোগান দিয়ে চলেছেন। মারাদোনার চিকিৎসক জানিয়েছেন, ক্লিনিকের বাইরে ভক্তদের তাঁকে নিয়ে উচ্ছ্বাস দেখে মারাদোনা রসিকতা করছেন। ৮৬ বিশ্বকাপের নায়কের আইনজীবী মাতিয়াস মোরলাও একইরকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মারাদোনা এখন চমৎকার অবস্থায় আছেন। বলা চলে ক্রমশ সুস্থ হচ্ছেন ৮৬ বিশ্বকাপের নায়ক। মেজাজেও ফিরছেন ফুটবলের রাজপুত্র।