FIFA World Cup 2022: লিও মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্তে ফিফা
Lionel Messi: দু-দলের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের তদন্ত করছে ফিফা। প্রায় ১৬ হাজার ডলার জরিমানা হতে পারে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার। এর আগে সৌদি আরবকে শৃঙ্খলা ভঙ্গের জন্য দু'বার জরিমানা জারি করা হয়।
লুসেইল : কাতার বিশ্বকাপ পৌঁছেছে কার্যত শেষ ল্যাপে। ট্রফির দৌড়ে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং গোটা বিশ্বকে তাক লাগিয়ে সেমিফাইনালে ওঠা প্রথম আফ্রিকান দল মরোক্কো। অনবদ্য ছন্দে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা। অধরা বিশ্বকাপ জিততে মেসির আরও দুটো জয় চাই। এর মধ্যেই বিতর্কে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচটি অবশ্য লড়াইয়ের ময়দানও হয়ে উঠেছিল। শুধুমাত্র মৌখিক লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। হাতাহাতির পর্যায়েও পৌঁছয়।
ম্যাচের প্রথম দিকেই মেসির এক অসাধারণ অ্যাসিস্ট থেকে গোল করেন রাইট ব্যাক মোলিনা। আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। ৭৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার ব্যবধান বাড়ান অধিনায়ক মেসি। ম্যাচে তখনও অনেক নাটক বাকি। পরিবর্ত হিসেবে নেমে ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান ডাচ তারকা ওয়েহস্ট। খেলা পৌঁছয় এক্সট্রা টাইমে। আর সেখান থেকেই শুরু হয় আসল যুদ্ধ। একটি ফাউলের সিদ্ধান্তে মেজাজ হারিয়ে নেদারল্যান্ডস রিজার্ভ বেঞ্চে বল মারেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। ম্যাচে সবমিলিয়ে ১৭টি কার্ড দেখান স্প্যানিশ রেফারি মাতেও লাহো।
ম্যাচ শেষেও অভিযোগ, পাল্টা অভিযোগ চলতে থাকে। বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্বয়ং লিওনেল মেসি। তাঁর মতো ঠান্ডা মাথার ফুটবলারকে সাধারণত এমনটা করতে দেখা যায় না। এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল অনেক আগেই। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে নেদারল্যান্ডসের কোচ ভ্যান গাল মেসি সম্পর্কে কিছু মন্তব্য় করেছিলেন। ম্যাচ জিতে ভ্যান গাল এবং নেদারল্যান্ডস রিজার্ভ বেঞ্চের সামনে সেলিব্রেশন করেন মেসি। শুধু তাই নয়, রেফারিং নিয়ে যারপরনাই ক্ষুব্ধ ছিলেন মেসি। ১৭টি কার্ডের মধ্যে মেসি নিজেও রয়েছেন। রেফারি কার্ড দেখানোয় রেকর্ড গড়েছেন। ম্যাচের পর রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মেসি। সরাসরি মন্তব্য করেন, এমন মান-এর রেফারিকে ম্যাচ দেওয়ার আগে ভাবা উচিত ফিফার। ম্যাচে দু-দলই পাঁচটির বেশি কার্ড দেখেছে। দু-দলের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের তদন্ত করছে ফিফা। প্রায় ১৬ হাজার ডলার জরিমানা হতে পারে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার। এর আগে সৌদি আরবকে শৃঙ্খলা ভঙ্গের জন্য দু’বার জরিমানা জারি করা হয়।
ফাইনালে যাওয়ার লড়াইতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। গোটা বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের স্বপ্ন ভঙ্গ করে সেমিফাইনালে পৌঁছেছে ক্রোয়েশিয়া। সেই তুখোড় প্রতিপক্ষকে হারিয়ে ট্রফির দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে মেসির আর্জেন্টিনা? সমর্থকরা ভরসা রাখছেন মেসি এবং আর্জেন্টিনার উপর।