Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC Women’s Asian Cup: ‘টিমগেম’ দিয়েই এশিয়ান কাপে সাফল্য খুঁজে পেতে চাইছেন কোচ ডিনার্বি

ভারতীয় টিমের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ডিনার্বি। বলছেনও, 'দীর্ঘ সময় ধরে টানা প্র্যাক্টিস করছি। ট্যাকটিক্যাল, টেকনিক্যাল, ফিজিক্যাল--- সব রকম ভাবে তৈরি আমরা। টিমের প্রস্তুতি নিয়ে আমি খুশি। গ্রুপ লিগ থেকে পরের পর্বে যাতে যেতে পারি, সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। সেটা যে কঠিন নয়, তা কিন্তু বিশ্বাস করি।'

AFC Women's Asian Cup: 'টিমগেম' দিয়েই এশিয়ান কাপে সাফল্য খুঁজে পেতে চাইছেন কোচ ডিনার্বি
ভারতীয় মহিলা ফুটবল দল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2022 | 5:00 PM

মুম্বই: ‘টিমগেম’ই তুলে ধরা লক্ষ্য তাঁর। মেয়েদের এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) সাফল্য পেতে হলে একটা টিম হিসেবে খেলা যে জরুরি, খুব ভালো করে জানেন থমাস ডিনার্বি (Thomas Dennerby)। বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের (Indian Women’s Football Team)। প্রথম ম্যাচ থেকেই অদিতি চৌহান, আশালতা দেবী, মণীষা কল্যাণরা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। শুধু তাই নয়, এশিয়ান কাপে সিনিয়র-জুনিয়র কম্বিনেশনই তুলে ধরতে চাইছে ভারত। ডিনার্বি বলেছেন, ‘যখন থেকে ভারতীয় টিমের দায়িত্ব নিয়েছি, টিম গেমের উপরেই জোর দিয়েছি। একটা দল হিসেবে যেন নিজেদের তুলে ধরতে পারে। একটা টিম এটা যখন পারে, তখন বুঝতে পারে, একটা ম্যাচ জেতার জন্য কখন নিজেদের ছাপিয়ে যেতে হয়। লম্বা বলে বেসি খেলার প্রবণতা থেকে বেরিয়ে এসেছি আমরা। মাঝমাঠ থেকে বিপক্ষের বক্সে পেনিট্রেট করার উপরেই ফোকাস করছি।’

ইরানের পর চাইনিজ তাইপে ও চিনের বিরুদ্ধে গ্রুপ লিগের বাকি দুটো ম্যাচ ভারতের। সূচি অনুযায়ী প্রতি গ্রুপের সেরা দুটো টিম মূলপর্বে যাবে। তিন গ্রুপের এশিয়ান কাপে দ্বিতীয় সেরা হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ পাবে আরও দুটো টিম। ভারতের সামনে শেষ আটে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। ভারতীয় টিমের কোচ কিন্তু এত দূর ভাবছেন না। বরং তিনি প্রতিটা ম্যাচ ধরে এগোতে চান। ডিনার্বি বলছেন, ‘ইরান কঠিন প্রতিপক্ষ। লড়াকু টিম। ওদের শক্ত ডিফেন্স ভেঙে গোল করাটা কিন্তু আমাদের কাছে কঠিন হতে পারে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, টিম গোলের সুযোগ তৈরি করবে। জয় পেতে হলে ভালো খেলাটা দরকার।’

ভারতীয় টিমের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ডিনার্বি। বলছেনও, ‘দীর্ঘ সময় ধরে টানা প্র্যাক্টিস করছি। ট্যাকটিক্যাল, টেকনিক্যাল, ফিজিক্যাল— সব রকম ভাবে তৈরি আমরা। টিমের প্রস্তুতি নিয়ে আমি খুশি। গ্রুপ লিগ থেকে পরের পর্বে যাতে যেতে পারি, সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। সেটা যে কঠিন নয়, তা কিন্তু বিশ্বাস করি।’

এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নামার আগে টিমের মনোবলও তুঙ্গে। ভারতীয় টিমের কোচের কথায়, ‘রিল্যাক্সড ও ফোকাসড থাকার চেষ্টা করছি আমরা। টিমের প্লেয়ার খুব ভালো শেপে আছে। এটুকু বলতে পারি, এই টিমটা ভালো খেলছে।’

আরও পড়ুন: IPL 2022: কলকাতা ছেড়ে আমদাবাদের পথে শুভমন গিল