ISL 2022-23: সবুজ-মেরুন সমর্থকদের গোল উৎসর্গ হুগো, মনবীরের

ATK Mohun Bagan: মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল বললেন, 'ইস্টবেঙ্গল প্রথমার্ধে ভালো ফুটবল খেলেছে। হাওকিপ গোল করে দিলে ফলাফল অন্যরকম হতেই পারত। তবে নিজেদের ওপর আত্মবিশ্বাস রয়েছে। তাই আমরা জিতে ফিরেছি।'

ISL 2022-23: সবুজ-মেরুন সমর্থকদের গোল উৎসর্গ হুগো, মনবীরের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2022 | 12:11 AM

কলকাতা: সাতে সাত। মোহনবাগানের (ATK Mohun Bagan) স্বপ্নপূরণ। টানা সাতটি ডার্বিতে (Kolkata Derby) চিরশত্রুকে হারানোর রেকর্ড করল মোহনবাগান। আইএসএলের বড় ম্যাচে লাল-হলুদকে (East Bengal) ২-০ উড়িয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন সবুজ-মেরুন সমর্থকরা। মাঠ ফেরত দর্শকদের মুখে দিমিত্রি, বোমাস, মনবীরদের জয়ধ্বনি। ম্যাচের পর বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, ‘প্রথমার্ধে আমরা গোলের দেখা পাইনি। দ্বিতীয়ার্ধে আমরা সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাই। তারপরই দলের মানসিকতা পাল্টে যায়। ক্রমাগত ট্রেনিংয়ের মাধ্যমে দল উন্নতি করছে। তবে আমাদের কাজ শেষ হয়ে যায়নি। পরের ম্যাচ নিয়ে আমাদের ভাবনা শুরু। ফুটবল এমনই একটা জিনিস, যেখানে ধাপে ধাপে উন্নতি করতে হয়। দল আরও মজবুত হয়ে উঠবে।’

বাগানের নায়ক হুগো বোমাস বলেন, ‘কোচ আমাদের বলেছিল আরও অনেক বেশি গোল করতে। আর তাতেই ডার্বিতে গোল পেয়েছি। এত দর্শকের সামনে গোল করতে পেরে অবশ্যই ভালো লাগছে। আমি এই গোল সমস্ত মোহনবাগান দর্শকদের উৎসর্গ করছি।’ একই সঙ্গে বলেন, ‘ডেভিড উইলিয়ামস আর দিমিত্রি অনেকটা এক ধরনের প্লেয়ার। দিমিত্রি অনেক পরিশ্রম করে খেলে।’

বাগানের অপর গোলদাতা মনবীর সিংও সমর্থকদের গোল উৎসর্গ করলেন। মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল বললেন, ‘ইস্টবেঙ্গল প্রথমার্ধে ভালো ফুটবল খেলেছে। হাওকিপ গোল করে দিলে ফলাফল অন্যরকম হতেই পারত। তবে নিজেদের ওপর আত্মবিশ্বাস রয়েছে। তাই আমরা জিতে ফিরেছি। ডার্বি জয়ে গা ভাসাতে চাইনা। আমাদের পরবর্তী লক্ষ্য মুম্বই ম্যাচ।’