SAFF Championship: বুদ্ধি করে খেলতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে: স্টিমাচ
বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর স্টিমাচ বলেছিলেন দল ৭৫ মিনিট ভালো খেলছে। কিন্তু ১৫ মিনিটে খুঁত থেকে যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে ১৫ মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই ফুটবলারদের ধৈর্য ধরে খেলার কথা কথা তাঁর মুখে।
মালে: প্রথম ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি ভারত (India)। উল্টে ১০ জন হয়ে গিয়েও ড্র করেছিল বাংলাদেশ। সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) কাছে এটা একটা বড় ধাক্কা ছিল। সাফ কাপের (SAFF Championship) দ্বিতীয় ম্যাচে আজ ভারতের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা (Sri Lanka)। দ্বীপ রাষ্ট্রের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) বাংলাদেশ ম্যাচের ধাক্কা কাটিয়ে ওঠার বার্তা দিচ্ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফুটবলারদের বুদ্ধি করে খেলার কথা বলেছেন ক্রোট কোচ। একই সঙ্গে বার্তা, ধৈর্য ধরতে হবে।
”সামনের দিকে তাকাতে হবে। গ্রুপ পর্বে আর তিনটি ম্যাচ বাকি। প্রথম ম্যাচে আমরা শাস্তি পেয়েছি। আমাদের উন্নতি করতে হবে। টুর্নামেন্টে এখন অনেকট খেলা বাকি। ধৈর্য ধরতে হবে। দাপট দেখাতে হবে। জয়ের জন্য ঝাঁপাতে হবে।”
দলের ডিফেন্স নিয়ে একটু বেশি চিন্তায় আছেন ইগর। ”রক্ষণে সতর্ক থাকতে হবে আমাদের। আমরা যদি দ্বিতীয় গোল করতে না পারি, তা হলে এটা অন্তত নিশ্চিত করতে হবে যাতে আমরা দ্বিতীয় গোল হজম না করি। ম্যান মার্কিং খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের পায়ে বারবার বল জমা দিলেও চলবে না।”
বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর স্টিমাচ বলেছিলেন দল ৭৫ মিনিট ভালো খেলছে। কিন্তু ১৫ মিনিটে খুঁত থেকে যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে ১৫ মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই ফুটবলারদের ধৈর্য ধরে খেলার কথা কথা তাঁর মুখে।
২০১৮ সালের সাফ কাপে শেষ বার দেখা হয়েছিল দুই দলের। তাই প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা অপরিচিত। এ বারের টুর্নামেন্টে এখনও দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে লঙ্কা ব্রিগেড। তাদের নিয়ে ভারতের বিশেষ ভাবার কিছু থাকতে পারে না। কিন্তু নিজেদের নিয়ে একটু আত্মবিশ্বাসের অভাবে ভুগছে স্টিমাচের দল। শ্রীলঙ্কা দুটি ম্যাচে ৪ গোল খেলেও ২টি গোল করেছে তারা। অর্থাত্ পাল্টা দিতে জানে শ্রীলঙ্কা। সেটাই যেন ভাবনায় রাখছে স্টিমাচকে। আজ খেলা শুরু বিকেল সাড়ে চারটে থেকে।