ISL 2021-22: আজ আইএসএলের উদ্বোধনে কৃষ্ণা বনাম আলভারোর লড়াই
উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখে নামছে এটিকে-মোহনবাগান। তার চব্বিশ আগে ভার্চুয়ান প্রেস মিটে হাবাস বলে দিলেন, 'ফুটবলারদের মানের উপর নির্ভর করে একটা টিম কী ধরনের ফুটবল খেলব। আক্রমণাত্মক, নাকি রক্ষমাত্মক? নাকি ব্যালান্সড ফুটবল? টিম দেখেই সিদ্ধান্ত নেয় কোচ। আমিও সেটাই করব।'
কলকাতা: টিমগেম। জেতার তাগিদ। আর শক্তিশালী রিজার্ভ বেঞ্চ। এই তিনই নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাঁকে। তবে, স্বপ্নে আটকে থাকতে চান না স্প্যানিশ কোচ। প্রতিবারের মতো ব্যালান্সড ফুটবলেই আস্থা রাখতে চাইছেন আন্তনিও হাবাস। শুক্রবার বল গড়াতে শুরু করবে আইএসএলে। উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখে নামছে এটিকে-মোহনবাগান। তার চব্বিশ আগে ভার্চুয়ান প্রেস মিটে হাবাস বলে দিলেন, ‘ফুটবলারদের মানের উপর নির্ভর করে একটা টিম কী ধরনের ফুটবল খেলব। আক্রমণাত্মক, নাকি রক্ষমাত্মক? নাকি ব্যালান্সড ফুটবল? টিম দেখেই সিদ্ধান্ত নেয় কোচ। আমিও সেটাই করব।’
রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামরা গতবার আইএসএলের ফাইনালে উঠেছিলেন। কিন্তু মুম্বই সিটির কাছে হেরে গিয়েছিল সবুজ-মেরুন। এ বারও ট্রফির খোঁজেই যাত্রা শুরু করবে হাবাসের টিম। টিম কিছু বদলও হয়েছে। বিশেষ করে হুগো বোমাসের মতো বল প্লেয়ারকে মুম্বই থেকেই নিয়েছেন স্প্যানিশ কোচ। টিম আগের থেকে যতই শক্তিশালী হোক, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়েই এগোতে চান তিনি। হাবাসের স্পষ্ট কথা, ‘একটা ম্য়াচের ৯০ মিনিটে অনেক কিছু ঘটে। কখনও আক্রমণের ঝাঁঝ বেশি, কখনও কম। তবে বরাবরের মতো প্রতি ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্যই থাকবে। কোনও টিমই একই ধারায় খেলতে পারে না। পরিস্থিতি মতো, ফুটবলারদের মান অনুযায়ী খেলা পাল্টায়। মোহনবাগানের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হবে না।’
Final preparations in the ring before @atkmohunbaganfc and @KeralaBlasters battle it out on the field tomorrow. ??#HeroISL #LetsFootball #ATKMBKBFC pic.twitter.com/GhsHkeRLgd
— Indian Super League (@IndSuperLeague) November 18, 2021
এ বার আইএসএলের কোনও ম্যাচের প্রথম একাদশে চার বিদেশি খেলাতে পারবে টিমগুলো। হাবাস কী ভাবে সামলাবেন পরিস্থিতি? স্প্যানিশ কোচ এ নিয়ে ভাবতে নারাজ। ‘পরিস্থিতির যাই হোক না কেন, মানিয়ে নিতে হবে। টিমে ছয় বিদেশি রয়েছে। তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাব। এ নিয়ে চিন্তার কারণ নেই। এক বিদেশি কমলে তার পরিবর্তে ভাল মানের দেশি ফুটবলার লাগে। আমার টিমে সে রকম কাকে পাওয়া যায়, দেখি!’
কেরালার বিরুদ্ধে বরাবর দারুণ রেকর্ড রয় কৃষ্ণার। ২ ম্যাচ খেলে ৩টে গোল করেছেন তিনি। আজ ফতোড়দা স্টেডিয়ামেও কেরালার ত্রাস হয়ে উঠতে পারেন কৃষ্ণা। তবে লা লিগার তারকা আলভারো ভাসকুয়েসকে নিয়েও চর্চা কম নেই। কেরালার এই স্প্যানিশ ফরোয়ার্ড যে কোনও পরিস্থিতিতে গোল করে দিতে পারেন। আলভারোকে সামলানো কঠিন হতে পারে বাগানের পক্ষে। যে কারণে রক্ষণ ঢেলে সাজাতে চাইছেন হাবাস।
কেরালা ব্লাস্টার্স নতুন কোচ নিয়ে এলেও প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকছেন হাবাস। বাগান কোচের মন্তব্য, ‘কেরালা অত্যন্ত ভালো টিম। গত আইএসএলে ওদের হারিয়েছিলাম। তবে এ বার ওরা কেমন টিম সাজিয়েছে, তা নিয়ে খুব বেশি তথ্য নেই। ওদের কোচ নতুন। অনেক নতুন প্লেয়ারও এসেছে। ওদের সম্পর্কে যা তথ্য পেয়েছি, সেই ভিত্তিতেই এগোতে হবে। আমার অভিজ্ঞতা বলে, একটা টিমের জেতার পিছনে ৮৫ শতাংশ গুরুত্বপূর্ণ হল সেই টিমের গভীরতা কেমন। বাকিটা নির্ভর করে প্রতিপক্ষ কেমন, তার উপর।’
কিবু ভিকুনার পরিবর্তে কেরালা ব্লাস্টার্স এ বার নতুন কোচ হিসেবে ইভান ভুকোমানোভিচকে এনেছে। আইএসএলের দিকে তাকিয়ে, পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে, ভারতীয় ফুটবল গুলে খেতে তিন মাসেরও বেশি প্রস্তুতি শিবির করেছেন ইভান। একাধিক ওয়ার্মআপ ম্যাচও খেলেছে তাঁর টিম। কিন্তু এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে কেরালার ট্র্যাক রেকর্ড ভালো নয়। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে সবুজ-মেরুন। অতীত কি মাথায় থাকবে ইভানের? ৪৪ বছরের সার্বিয়ান কোচ কিন্তু বলে দিচ্ছেন, ‘ফুটবলে প্রতিটা ম্যাচই নতুন। ইতিহাস, পরিসংখ্যান, এগুলো শুধু আলোচনার জন্য।। গতবার কী হয়েছিল, তা অতীত। একটা নতুন ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। টিম হিসেবে আমরা ভালো খেলতে চাই। মাঠে নেমে নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে আছে টিম।’
কেরালার মতো লম্বা প্রস্তুতি, বা বেশ কিছু ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পায়নি হাবাসের টিম। যা বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে ইভানের টিম। সার্বিয়ান কোচ অবশ্য বলছেন, ‘এটা আমাদের বাড়তি সুবিধা দিতেই পারে। তবে প্রত্যেক টিমের নিজস্ব নীতি ও পরিকল্পনা থাকে। আমাদের আগে নামার কারণই হল, সব কিছু খতিয়ে দেখে দল চূড়ান্ত করা। টিমকেও প্রস্তুতির সময় দিতে চেয়েছি। ওয়ার্মম্যাচ বেশি খেলার কারণ, যে টিম যত বেশি ম্যাচ খেলে, তত উন্নতি করে। নিজেদের ভুলগুলো শুধরে নেওয়া যায়। এ সবের কারণে অ্যাডভান্টেজ পাচ্ছি কিনা, সেটা অবশ্য ম্যাচে বুঝতে পারব। তবে, মোহনবাগান যে প্রস্তুতি ম্যাচ খেলেনি, তা বলা যাবে না। ওরা এএফসি কাপে খেলেছে, এটাও মাথায় রাখতে হবে।’