বেঞ্জেমার জোড়া গোলে বার্সাকে টপকে গেল রিয়াল
লা লিগায় (La Liga) শনিবার সেল্টা ভিগোকে (Celta Vigo) ৩-১ হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মেসির (Messi) বার্সেলোনাকে (Barcelona) টপকে গেল বেঞ্জেমার রিয়াল মাদ্রিদ। বেঞ্জেমার ছন্দে জয়ের দিকে এগোচ্ছে রিয়াল। ২০১৬ সালের পর এই প্রথম বার সব প্রতিযোগিতা মিলিয়ে, টানা ছয় ম্যাচে গোল পেয়েছেন বেঞ্জেমা। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দু'নম্বরে জিদানের ছেলেরা।
Most Read Stories