Lionel Messi: রোনাল্ডোর কাছাকাছি যাওয়ার শাস্তি! মেসিকে সাসপেন্ড করল পিএসজি
Lionel Messi suspended by PSG : ক্লাবকে না জানিয়েই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর 'কাছে' গিয়েছিলেন লিওনেল মেসি। শাস্তিস্বরূপ আর্জেন্টাইন মহাতারকাকে সাসপেন্ড করল পিএসজি।

প্যারিস: তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা। লিওনেল মেসি নাকি সৌদি আরবে গিয়েছেন। সৌদিতে গিয়ে সেখানকার প্রকৃতিতে মজে গিয়েছেন। যে দেশে বর্তমানে বাস করেন তাঁরই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসিকে (Lionel Messi) সৌদি আরবের ক্লাবের বিপুল অঙ্কের প্রস্তাব দেওয়ার খবর অনেক আগেই প্রকাশ্যে এসেছে। তাহলে কী রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে চান আর্জেন্টাইন তারকা। সৌদিতে ক্রিশ্চিয়ানোর বিপক্ষ ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছেন? হঠাৎ পরিবার-সহ মেসিকে সৌদিতে (Saudi Arabia) দেখে সাধারণ অনুরাগীদের মতো অবাক হয়ে যায় তাঁর ক্লাব পিএসজি। কারণ ক্লাবকে কিছু না জানিয়েই সৌদি ভ্রমণে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তার ফল ভুগতে হল। ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, লিওনেল মেসিকে সাসপেন্ড করেছে প্যরিস সাঁ জাঁ (PSG)। ক্লাবের বিনা অনুমতিতে সৌদিতে যাওয়াই কাল হল মেসির। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
মেসি হলেন সৌদি আরবের পর্যটন বিষয়ক শুভেচ্ছাদূত। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রচার করতে হয় তাঁকে। এর পাশাপাশি ৩৫ বছরের আর্জেন্টাইন তারকাকে সোমবার রিয়াধে দেখা যায় পরিবারের সঙ্গে। সৌদির পর্যটন মন্ত্রক থেকে একাধিক ছবি পোস্ট করে মেসিকে দেশটিতে স্বাগত জানানো হয়। মেসির কাছে রোনাল্ডোর ‘শত্রু’ ক্লাব আল হিলালের প্রস্তাব রয়েছে। কয়েকমাস আগেই মেসির বাবা তথা এজেন্টকে সৌদিতে দেখা গিয়েছিল। এরপর লিও পরিবার নিয়ে সৌদির পরিবেশ চাক্ষুষ করে এলেন? এসব কিছুই অনুমানের ভিত্তিতে। কারণ মেসির সৌদি ভ্রমণের আসল কারণ জানা যায়নি। কোন ক্লাবে সই করবেন তা নিয়ে স্পষ্ট কোনও বার্তা নেই। মরসুমের মাঝখানে হঠাৎই স্ত্রী ছেলেদের নিয়ে সৌদি ভ্রমণ কি শুধুই বেড়াতে নাকি অন্য কোনও গন্ধ আছে? কারণ আনুষ্ঠানিকভাবে না জানালেও প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াতে চান না মেসি। চলতি মাসটাই তাঁর সঙ্গে পিএসজির চুক্তির শেষ মাস। তিনি নিশ্চিত অন্য কোনও ক্লাবে সই করবেন। সেক্ষেত্রে ক্লাবটি যদি আল হিলাল হয় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বরং মেসি-রোনাল্ডোর দ্বৈরথ ফের প্রাণ পাবে।
I am happy to welcome #Messi and his family to Saudi to enjoy the magical tourist destinations and authentic experiences.
We welcome visitors from all around the world to experience a unique trip to Saudi Arabia and its hospitality. ??#WelcomeMessi pic.twitter.com/QQGdnAqQ08
— Ahmed Al Khateeb أحمد الخطيب (@AhmedAlKhateeb) May 1, 2023
সেসব পরের কথা। আপাতত ক্লাবকে অন্ধকারে রেখে সৌদি ভ্রমণের জন্য শাস্তি পেয়েছেন মেসি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দু সপ্তাহের জন্য তাঁকে সাসপেন্ড করেছে পিএসজি। দলের সঙ্গে এই দু সপ্তাহ অনুশীলন করতে পারবেন না। সাসপেনশনের জেরে লিগ ওয়ানের কম করে দুটি ম্যাচে থাকবেন না তিনি। তবে ওই দু সপ্তাহের বেতন কেটে নেওয়া হবে। পিএসজির তরফে সরকারি ঘোষণা আসা এখনও বাকি।





