Cody Gakpo: ‘রেকর্ড অর্থে’ চুক্তি, ইউনাইটেডকে হটিয়ে ডাচ ফুটবলারকে সই করাচ্ছে লিভারপুল
বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সই তাঁর সামনে খুলে দিয়েছে বহু নামীদামি ক্লাবের দরজা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো একাধিক ক্লাবের ব়্যাডারে ছিলেন তেইশ বছরের উইঙ্গার।
নয়াদিল্লি: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়ে নিয়েছেন ২৩ বছরের ডাচ ফুটবলার কোডি গাকপো (Cody Gakpo) । নেদারল্যান্ডসের জার্সিতে পাঁচ ম্যাচে তিন গোলের রেকর্ড তাঁর। বিশ্বকাপ সদ্যই শেষ হয়েছে। বিশ্বকাপের রেশ না কাটলেও ক্লাব ফুটবলে ফেরার পালা শুরু হয়েছে। তবে ডাচদের তরুণ উইঙ্গার ফিরবেন তাঁর নতুন দলে। পিএসভি আইন্দহোভেনকে বিদায় জানিয়ে ইংলিশ প্রিমিয়র লিগের দল লিভারপুলে (Liverpool FC) যোগ দিতে চলেছেন গাকপো। তাঁর ট্রান্সফার নিয়ে লিভারপুলের সঙ্গে পিএসভির চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। পিএসভি তাদের বিবৃতিতে চুক্তির কথা উল্লেখ করেছে। কী বলা রয়েছে ওই বিবৃতিতে? তুলে ধরল TV9 Bangla।
নতুন বছরের শুরুতেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে দেবেন ডাচ ফরোয়ার্ড গাকপো। শোনা যাচ্ছে বক্সিং ডে’র দিন লিভারপুল ও পিএসভির মধ্যে প্রাথমিক চুক্তি হয়। এ বিষয়ে পিএসভির দেওয়া বিবৃতিতে লেখা, ‘কোডি গাকপোর বিষয়ে লিভারপুল ও পিএসভির মধ্যে চুক্তি হয়েছে। নতুন বছরেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে ওঁর শারীরিক পরীক্ষা এবং অন্যান্য বিষয়গুলি ঠিকঠাক থাকলে সরকারিভাবে এই চুক্তি পাকাপাকি হবে।’ তবে কত পরিমাণ অর্থের বিনিময়ে দল বদল করছেন হবু লিভারপুল তারকা তা পিএসভির তরফে খোলসা করে বলা হয়নি। তবে পিএসভির দেওয়ার তথ্য অনুযায়ী, ক্লাবের ইতিহাসে রেকর্ড অর্থের বিনিময়ে এই চুক্তি হয়েছে।
PSV and @LFC have reached an agreement on the proposed transfer of Cody Gakpo.
The 23-year-old attacker will leave for England imminently where he will be subjected to the necessary formalities ahead of the completion of the transfer.
— PSV (@PSV) December 26, 2022
বিশ্বকাপের মঞ্চ থেকে নতুন তারকার জন্ম হয়। কাতার বিশ্বকাপ থেকে উঠে আসা একঝাঁক তরুণ, প্রতিভায় টইটম্বুর মুখগুলিকে আগামী দিনে ইউরোপের বড় ক্লাবগুলিকে দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের ময়দানই ঠিক করে দিচ্ছে তাঁদের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ। গাকপোর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সই তাঁর সামনে খুলে দিয়েছে বহু নামীদামি ক্লাবের দরজা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের ব়্যাডারে ছিলেন তেইশ বছরের উইঙ্গার। তবে এরিক টেন হ্যাগের ইচ্ছেয় জলাঞ্জলি দিয়ে অ্যানফিল্ডের দিকেই পা বাড়াতে চলেছেন ডাচ ফুটবলার। পিএসভির তরফে চুক্তির অঙ্কটা জানানো না হলেও শোনা যাচ্ছে, ৩৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে দল বদলের চুক্তি হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর লিভারপুলের জার্সিতে মাঠে দেখা যাবে গাকপোকে।