India vs Pakistan : এশিয়া কাপের আগেই মহাযুদ্ধ, ভারতে আসার সবুজ সংকেত পাকিস্তানকে
SAFF Championship 2023: চলতি জুনের ২১ তারিখ শুরু হতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপ। এ বারের সাফ কাপে খেলার জন্য ভারতে আসার জন্য এতদিন অনুমতি পায়নি পাকিস্তান ফুটবল দল। এ বার পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে সংশয়ের মেঘ কাটল।
নয়াদিল্লি : মাস দু’য়েক পরে ২২ গজে দেখা যাবে ভারত-পাক (India vs Pakistan) মহারণ। এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে মুখোমুখি হবে দুই দল। তার আগেই অবশ্য ফুটবলের ময়দানে মহাযুদ্ধে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিস্তান। আগামী ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship)। সেখানেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দিনকয়েক আগে পাকিস্তান ফুটবল টিমের ভারতে এসে সাফ কাপ খেলা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ভারতে খেলতে আসার জন্য পাকিস্তান সরকারের কাছে এনওসি চেয়েছিল পাক ফুটবল ফেডারেশন। এতদিন তাতে সায় না দিলেও, এ বার পাক সরকারের পক্ষ থেকে সাফ কাপে পাকিস্তানের খেলতে আসা নিয়ে সবুজ সংকেত পাওয়া গিয়েছে। ফলে পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে সংশয়ের মেঘ কাটল। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১৫ জুন পাক ফুটবল ফেডারেশনের তরফ থেকে টুইটারে জানানো হয়েছিল, সাফ কাপ খেলার জন্য ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হোক। এবং তাতে জানানো হয়েছিল পাকিস্তান ফুটবল টিম ১৮ জুন ভারতে আসার পরিকল্পনা করেছে। ছাড়পত্র পেলেই দ্রুত প্রক্রিয়া শুরু করে দেবে তারা। সূত্রের খবর, পাকিস্তান ফুটবল ফেডারেশন ভারতে সাফ কাপে খেলতে আসার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাকিস্তানের সরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য সবুজ সংকেত পেয়েছে।
Would love it if you can provide us with an update on the NOC for the SAFF Championships which are all set to start in India on the 21st.
We plan to travel on the 18th. Hoping to get the clearance so that we can manage things accordingly. pic.twitter.com/i2n8KaF6rp
— Pakistan Football Federation (@TheRealPFF) June 15, 2023
অতীতে পাকিস্তান স্পোর্টস বোর্ড জানিয়েছিল, তাদের কাছে এর আগে পাক ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে নথিগুলি উপস্থাপন করাছিল তাতে বিদেশ ভ্রমণের জন্য বিশেষ করে ভারতে এনওসি ইস্যু করার জন্যপ্রয়োজনীয় তথ্যের অভাব ছিল। তাই এনওসির জন্য নির্দিষ্ট নিয়ম এবং সময়কাল মানা প্রয়োজন বলেছিল পিএসবি।