চেলসির (Chelsea) ফরাসি স্ট্রাইকার অলিভার জিরু (Olivier Giroud) ম্যাচের ৪৯ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন।
৬৬ মিনিটে গোল করে উলভ্সকে (Wolves) সমতায় ফেরান ড্যানিয়েল পডেন্স (Daniel Podence) ।
ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে জয় এনে দেন পেদ্রো নেটো (Pedro Neto) ।
জোড়া হারের পর চেলসিকে হারিয়ে অবশেষে ৩ পয়েন্ট পেল উলভ্স ।
জয়ের পর উলভ্স কোচ নুনো সান্তো বলেন, " ম্যাচের দ্বিতীয়ার্ধটা পুরোটাই আমাদের দখলে ছিল।" (ছবি-টুইটার)