Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্রী সম্পর্কে ছেদ পড়লে আইএসএলেই অনিশ্চিত ইস্টবেঙ্গল

লগ্নিকারী সংস্থা সম্পর্ক ছিন্ন করলে আইএসএলে খেলা কার্যত অনিশ্চিত হয়ে দাঁড়াবে লাল-হলুদের কাছে।

শ্রী সম্পর্কে ছেদ পড়লে আইএসএলেই অনিশ্চিত ইস্টবেঙ্গল
শ্রী সম্পর্কে ছেদ পড়লে আইএসএলেই অনিশ্চিত ইস্টবেঙ্গল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 7:21 PM

কলকাতা: শ্রী সিমেন্ট (Shree Cement) যদি ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে এ বছর আইএসএলেও (ISL) অনিশ্চিত হয়ে পড়বে ইস্টবেঙ্গল (East Bengal)। কারণ অবশ্যই ক্লাব লাইসেন্সিং। এএফসি ক্লাব লাইসেন্সিংয়ে এ বছর শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল নামেই রেজিস্ট্রেশন আছে। এক মাস আগেই ক্লাব লাইসেন্সিংয়ে আবেদনও করেছে শ্রী সিমেন্ট। তাই লগ্নিকারী সংস্থা সম্পর্ক ছিন্ন করলে আইএসএলে খেলা কার্যত অনিশ্চিত হয়ে দাঁড়াবে লাল-হলুদের কাছে।

বিনিয়োগকারী সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কোন শর্ত ছাড়াই স্পোর্টিং রাইটস ক্লাবকে ফেরত দেবে তারা। এতদিন পর্যন্ত লগ্নিকারী সংস্থার দাবি ছিল, বিচ্ছেদ করতে হলে গত বছরে খরচ হওয়া ৬০ কোটি টাকা দিতে হবে ক্লাবকে। তা হলেই সমস্ত স্পোর্টিং রাইটস ফেরত দেবে তারা। এখন অবশ্য সেই ৬০ কোটি টাকাকে ক্ষতি হিসেবেই দেখছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। বরং এই চুক্তি জট থেকে অব্যহতি চাইছে তারা। ইস্টবেঙ্গল কর্তাদের এই আচরণে বিরক্ত শ্রী সিমেন্ট তাই কোনও শর্ত ছাড়াই ক্লাবকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চায়। তবে স্পোর্টিং রাইটস ফিরে পেলেও ইস্টবেঙ্গলের আইএসএল ভবিষ্যত্‍ অন্ধকারেই থাকবে। কারণ ক্লাব লাইসেন্সিংয়ে নতুন করে আর এ বছর নাম নথিভুক্ত করতে পারবে না লাল-হলুদ।

বিনিয়োগকারী সংস্থার এক কর্তা বলেন, ‘আমরা কাল-পরশুর মধ্যেই হয়তো ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি পাঠিয়ে দেব। আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ওরা আর আমাদের নাম ব্যবহার করতে পারবে না। সম্পর্ক ছিন্ন করার জন্য আর যে যে প্রক্রিয়া আছে, তাতে আমরা সহযোগিতা করব।’ শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছেদ হলে এ বছর আইএসএলে এসসি ইস্টবেঙ্গল নাম নিয়ে খেলতে পারবে না ক্লাব। সেক্ষেত্রে নতুন করে আবার ক্লাব লাইসেন্সিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে লাল-হলুদকে। যা এ বছর কার্যত সম্ভব নয়।

গত বছর কোচ রবি ফাওলার, সহকারী কোচ রেনেডি সিং ও টনি গ্রান্ট, সেট পিস কোচ টেরেন্স ম্যাকফিলিপস, ফিজিও মাইকেল হার্ডিংয়ের সঙ্গে ২ বছরের চুক্তি করে এসসি ইস্টবেঙ্গল। ফাওলার, রেনেডিসহ মোট ৬ কোচিং স্টাফের বকেয়া মিটিয়ে দেওয়ার কথাও জানায় লগ্নিকারী সংস্থা। তবে ক্লাব যাঁদেরকে সই করিয়েছিল, তাঁদের দায়িত্ব নেবে না বিনিয়োগকারী সংস্থা।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে শ্রী সিমেন্ট