ম্যাচের ১৮ মিনিটে ফেদেরিকো চিয়েসার গোলে এগিয়ে যায় জুভে।
৪১ মিনিটে সমতা ফেরান মিলানের ডেভিড কালব্রিয়া।
চিয়েসার দ্বিতীয় গোলে ৬২ মিনিটে ২-১ মিলানের।
৭৬ মিনিটে জুভেন্তাসের হয়ে জয় নিশ্চিত করেন ওয়েস্টন ম্যাককেনি।
এই ম্যাচে গোল পাননি রোনাল্ডো। (ছবি-টুইটার)