Sunil Chettri : বাবা হলেন সুনীল ছেত্রী, শুভেচ্ছায় ভাসছেন দেশের ফুটবল আইকন
বাবা হলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য।
কলকাতা : ছেত্রী ও ভট্টাচার্য পরিবারে খুশির জোয়ার। বাবা হলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী (Sunil Chettri)। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। গত মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সোনম। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আশঙ্কা কাটিয়ে অগস্ট মাসের শেষদিনে সুখবর এসেছে সুনীল-সোনমের পরিবারে। মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে কিংস কাপে খেলছেন না সুনীল। গত মঙ্গলবার তাঁকে ছাড়াই দল ঘোষণা করেন কোচ ইগর স্টিমাচ। এখন কিছুদিন ফুটবল মাঠে নয়, সদ্যোজাত সন্তানের পিতার ভূমিকায় নিজেকে সড়গড় করে নিতে চাইবেন। সুনীলের বাবা হওয়ার অর্থ হল, দাদু হলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। তাই বাংলার ফুটবল মহলেও খুশির জোয়ার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সাধারণত সেলিব্রিটিরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়ে থাকেন। কিন্তু সুনীল ও সোনমের ক্ষেত্রে তেমনটা হয়নি। দু’জনের মধ্যে কেউই ইনস্টাগ্রামে কোনও পোস্ট করেননি। যতদূর জানা গিয়েছে, বুধবার সকালে পৃথিবীর আলো দেখে সুনীলের পুত্রসন্তান। বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন সোনম। মা ও সন্তান সুস্থ রয়েছে। বাবা হতে চলেছেন এই সুখবর ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন জানিয়েছিলেন সুনীল। গোলের পর জার্সির ভেতরে বল রেখে সেলিব্রেশন করেন। সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী।