উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে বার্সেলোনা এবং চেলসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬ তে পৌঁছে গেল বার্সেলোনা (Barcelona) এবং চেলসি (Chelsea)। একদিকে বার্সেলোনা বুধবার ডায়নামো কিয়েভের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে। অপরদিকে, মঙ্গলবার রেনসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে চেলসি।

| Updated on: Nov 30, 2020 | 10:08 AM
বার্সেলোনা (Barcelona) ক্লাবের হয়ে প্রথম গোল সার্জিনো ডেস্টের। (ছবি-বার্সেলোনা টুইটার)

বার্সেলোনা (Barcelona) ক্লাবের হয়ে প্রথম গোল সার্জিনো ডেস্টের। (ছবি-বার্সেলোনা টুইটার)

1 / 6
বার্সেলোনা (Barcelona) পরের ম্যাচে ফেরেঙ্কভারোসের বিরুদ্ধে খেলতে নামবে। (ছবি-বার্সেলোনা টুইটার)

বার্সেলোনা (Barcelona) পরের ম্যাচে ফেরেঙ্কভারোসের বিরুদ্ধে খেলতে নামবে। (ছবি-বার্সেলোনা টুইটার)

2 / 6
মার্টিন ব্রেটওয়েথের জোড়া গোল এদিন বার্সাকে (Barcelona) জয়ের আরও কাছে নিয়ে গিয়েছিল। (ছবি-মার্টিন ব্রেটওয়েথ টুইটার)

মার্টিন ব্রেটওয়েথের জোড়া গোল এদিন বার্সাকে (Barcelona) জয়ের আরও কাছে নিয়ে গিয়েছিল। (ছবি-মার্টিন ব্রেটওয়েথ টুইটার)

3 / 6
চেলসি (Chelsea) পরের রাউন্ডে তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ ই-র সেভিলার সঙ্গে খেলবে।  (ছবি- চেলসি টুইটার)

চেলসি (Chelsea) পরের রাউন্ডে তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ ই-র সেভিলার সঙ্গে খেলবে। (ছবি- চেলসি টুইটার)

4 / 6
ম্যাচের ইনজুরি টাইমে অলিভিয়ের জিরুর গোলে জয় পেল চেলসি (Chelsea)। (ছবি- চেলসি টুইটার)

ম্যাচের ইনজুরি টাইমে অলিভিয়ের জিরুর গোলে জয় পেল চেলসি (Chelsea)। (ছবি- চেলসি টুইটার)

5 / 6
হাডসন ওডোই চেলসির (Chelsea) হয়ে প্রথম গোল করেন। (ছবি-হাডসন ওডোই টুইটার)

হাডসন ওডোই চেলসির (Chelsea) হয়ে প্রথম গোল করেন। (ছবি-হাডসন ওডোই টুইটার)

6 / 6
Follow Us: