FIFA World Cup 2022: দলের সঙ্গে রয়েছেন, আগুয়েরো কেন বিশ্বকাপ খেলছেন না?
Sergio Aguero: সব কিছু ঠিক থাকলে এ বারও হয়তো আর্জেন্টিনা জার্সিতে খেলতে দেখা যেত। ম্যান সিটি থেকে বার্সেলোনায় সই করেছিলেন আগুয়েরো।
দোহা: বিশ্বকাপ জ্বরে পুড়ছে গোটা বিশ্ব। কাতার বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ। মেসির শেষ বিশ্বকাপে কি বিশ্ব সেরা হতে পারবে আর্জেন্টিনা? উত্তর পাওয়া যাবে কাতারের লুসেইল স্টেডিয়ামে। আর্জেন্টিনা শিবিরে যাবতীয় প্রশ্নের বিষয় বস্তু যেন লিওনেল মেসি। তিনি ছাড়া আর কারও দিকেই তেমন নজর রাখছে না ফুটবল দুনিয়া। আকর্ষণের কেন্দ্রে লিও। এর মাঝেও একজনকে নিয়ে কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে। সের্গিও আগুয়েরো। মনে পড়ছে আর্জেন্টিনার নামজাদা এই স্ট্রাইকারের কথা? তিনি এই বিশ্বকাপে রয়েছেন। কিন্তু খেলবেন না। স্কোয়াডে নেই। কেন নেই আগুয়েরো! তারই কোঁজ দিল TV BANGLA।
জাতীয় দলে মেসির সতীর্থই শুধু নন, ছেলেবেলার বন্ধু আগুয়েরো। গত রাশিয়া বিশ্বকাপেও এক রুমে থেকেছেন সতীর্থ তথা বন্ধু মেসি-আগুয়েরো। দীর্ঘ সময় ম্য়াঞ্চেস্টার সিটিতে খেলেছেন তারকা সের্গিও আগুয়েরো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২০১০ সালে প্রথমবার দেশের হয়ে বিশ্বকাপ খেলেন আগুয়েরো। নীল-সাদা শিবিরে ভরসাযোগ্য স্ট্রাইকার হিসেবেই পরিচিত ছিলেন এই ফুটবলার। আপফ্রন্টে মেসির সঙ্গে তাঁর যুগলবন্দি ছিল ইউএসপি। শুধু তাই নয়, বার্সেলোনার হয়ে নজরকাড়া ফুটবল। কিংবা এল-ক্লাসিকোতে গোল, সবই ছিল। তা হলে হঠাৎ হারিয়ে গেলেন কেন আগুয়েরো?
সব কিছু ঠিক থাকলে এ বারও হয়তো আর্জেন্টিনা জার্সিতে খেলতে দেখা যেত। ম্যান সিটি থেকে বার্সেলোনায় সই করেছিলেন আগুয়েরো। বার্সায় খেলার সময় কার্ডিয়াক অ্যারিথমিয়া ধরা পড়ে আগুয়েরোর। বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন এই স্ট্রাইকার। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। ২০২১ সালে বাধ্য হয়েই ফুটবল থেকে অবসর নেন আগুয়েরো। কিন্তু বিশ্বকাপে দেশের জন্য গলা ফাটাচ্ছেন আগুয়েরো। আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়ার বিশেষ আমন্ত্রণে ফাইনালের আগে শিবিরে রয়েছেন আগুয়েরো। সতীর্থদের তাতাচ্ছেন, ভরসা দিচ্ছেন। ফুটবলারদের বার্তা দিচ্ছেন, মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। প্রাক্তন হলেও, তিনি যেন একইরকম সক্রিয় আর্জেন্টিনা শিবিরে।