Euro 2020: হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো যাত্রা শুরু রোনাল্ডোদের
গতবারের চ্যাম্পিয়নরা আগামীকাল হাঙ্গেরির (Hungary) বিরুদ্ধে এ বারের ইউরো অভিযান শুরু করবে।
বুদাপেস্ট: ইউরো (Euro) সফর শুরু করার আগে, পর্তুগাল (Portugal) শিবিরের চিন্তা খানিকটা হলেও বাড়িয়ে দিয়েছে জোয়াও কান্সেলোর করোনা আক্রান্তের খবর। তবে, সবকিছুর মধ্যেও গতবারের চ্যাম্পিয়নরা আগামীকাল, হাঙ্গেরির (Hungary) বিরুদ্ধে এ বারের ইউরো অভিযান শুরু করবে। এ বারের ইউরোতে গ্রুপ অফ ডেথে রয়েছে পর্তুগাল। ইউরোর প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠেছিলেন পর্তুগালের নেতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এ বারের ইউরোতে এক গুচ্ছ রেকর্ডের সামনে দাঁড়িয়ে সিআর সেভেন। আগামীকাল মাঠে নেমেই রোনাল্ডো ভেঙে দেবেন লোথার ম্যাথেউজ়, লুকার পোডোলস্কির মতো কিংবদন্তি ফুটবলারদের রেকর্ড। তাঁরা চারবার করে ইউরোতে খেলেছেন। রোনাল্ডো আজ ইউরোতে নামলেই তাঁদের টপকে যাবেন। সব থেকে বেশি বার ইউরো কাপের জন্য মাঠে নামার রেকর্ড চলে আসবে সিআর সেভেনে ঝুলিতে।
বিশ্ব ফুটবলের মঞ্চে নিজেদের শক্তি প্রমাণ করতে মরিয়া হাঙ্গেরি। এ বারের ইউরোতে হাঙ্গেরিকে গোলের মুখ দেখানোর জন্য অধিনায়ক অ্যাডাম জালাই চেষ্টা চালিয়ে যাবেন। পাশাপাশি ফ্রেইবুর্গের উইঙ্গার রোলান্ড সাল্লাইয়ের দিকেও নজর থাকবে সকলের।
Eyes on the ball ?⚽️?? pic.twitter.com/rH0BgRMdY5
— Cristiano Ronaldo (@Cristiano) June 13, 2021
পর্তুগালের হয়ে স্বাভাবিকভাবেই লাইমলাইটে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬ সালের ইউরোর ফাইনালে শেষ অবধি খেলতে পারেননি রোনাল্ডো। ডাগ আউটে থেকে দলকে উৎসাহ জুগিয়েছিলেন। তবে এ বার নিজের ছন্দ ধরে রেখে, দলকে জয় এনে দেওয়ার জন্য ঝাঁপাবেন সিআর সেভেন। রোনাল্ডো ছাড়া পর্তুগালের হয়ে নজর কাড়ার সম্ভবনা রয়েছে দিয়োগো জোতার। ক্লাব ফুটবলেও লিভারপুলের হয়ে নজরে এসেছেন জোতা। এ বার দেশের জার্সিতে গোলের পালা। যদিও এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচে ৬টি গোল করে ফেলেছেন জোতা।
আরও পড়ুন: Euro 2020: ইউরো গ্যালারিতে বাগদান যুগলের