করোনা মুক্ত সুনীল ছেত্রী
নিজে করোনা (COVID-19) মুক্ত হলেও সুনীলের (Sunil Chhetri) বার্তা সবাই কোভিড বিধি মেনে চলুন।
নয়া দিল্লি: করোনা (COVID-19) মুক্ত ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। নিজেই টুইট করে জানালেন সুনীল। ১১ মার্চ টুইটারে সুনীল জানিয়েছিলেন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ। আর ২৮ তারিখ জানালেন সমস্ত নিয়ম মেনে চলার পর তাঁর শেষ করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। একই সঙ্গে আফশোস জাতীয় দলের হয়ে তিনি মাঠে নামতে পারলেন না। তিনি মাঠ মিস করছেন। নিজে করোনা মুক্ত হলেও সুনীলের বার্তা সবাই কোভিড বিধি মেনে চলুন।
Got an all-clear from the tests and couldn’t be happier to get back on the pitch (I missed it bad!). Grateful for all the kind messages that came in, wishing me a speedy recovery. Importantly, I’d want every one to stay safe and mask up at all times. pic.twitter.com/49YrYdJKlu
— Sunil Chhetri (@chetrisunil11) March 28, 2021
করোনায় সংক্রমিত হওয়ায় জাতীয় দলের হয়ে ওমান ও সংযুক্ত আবর আমিরশাহীর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিতে পারেননি সুনীল। তাঁকে ছাড়াই ওমানের বিরুদ্ধে ২৫ তারিখের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ভারত। দ্বিতীয় ম্যাচ সোমবার।
আরও পড়ুন: বিতর্ক এড়াতে আম্পায়রদের হাত বেঁধে দিল বোর্ড
করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে সবার মধ্যেই চিন্তা বাড়ছে। শনিবার সকালে টুইট করে সচিন জানিয়েছেন তিনি করোনা আক্রান্ত। রাতের দিকে টুইট করে করোনা সংক্রমণের খবর জানান আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সচিন ও ইউসুফ দুজনই জানিয়েছেন, তাঁদের মৃদু উপসর্গ রয়েছে।