গোল বাতিলের ক্ষোভ, মাঠেই আর্মব্যান্ড ছুঁড়লেন রোনাল্ডো

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে মেজাজ হারালেন পর্তুগাল (Portugal) অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গোল বাতিলের রাগে মাঠেই অধিনায়কের আর্ম ব্যান্ড খুলে ফেলে দিলেন সিআর সেভেন। এগিয়ে গিয়েও জয় অধরা পর্তুগালের। সার্বিয়ার (Serbia) বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ শেষ হয়।

| Updated on: Mar 28, 2021 | 4:33 PM
ম্যাচের অতিরিক্ত সময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল বাতিল করে দেন রেফারি।

ম্যাচের অতিরিক্ত সময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল বাতিল করে দেন রেফারি।

1 / 5
জয় হাতছাড়া হওয়ায় অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলে মাঠেই ক্ষোভ উগরে দেন সিআর সেভেন।

জয় হাতছাড়া হওয়ায় অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলে মাঠেই ক্ষোভ উগরে দেন সিআর সেভেন।

2 / 5
১০ বছর আগে ঠিক একই ভাবে মাঠে অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলেছিলেন পর্তুগিজ সুপারস্টার।

১০ বছর আগে ঠিক একই ভাবে মাঠে অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলেছিলেন পর্তুগিজ সুপারস্টার।

3 / 5
ম্যাচের প্রথমার্ধে পর্তুগালের হয়ে জোড়া গোল করেন দিয়েগো জোটা।

ম্যাচের প্রথমার্ধে পর্তুগালের হয়ে জোড়া গোল করেন দিয়েগো জোটা।

4 / 5
দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় সার্বিয়ার মিত্রভিচ ও কোস্টিচ। (সৌজন্যে-টুইটার)

দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় সার্বিয়ার মিত্রভিচ ও কোস্টিচ। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: