Asian Games 2023, Archery: আর্চারিতে কমপাউন্ডিং এফেক্ট, সোনার ফসলের মুখে অভিষেক-প্রবীণ-জ্যোতিরা
৭ অক্টোবর ভারতের ৩ ছেলে ও মেয়ে নামবেন ফাইনালে। ব্যক্তিগত কমপাউন্ড থেকে ভারত একটা সোনা ইতিমধ্যেই নিশ্চিত করে নিয়েছে। অভিষেক ও প্রবীণের মধ্যে কে সোনা জেতেন, তা নিয়ে আগ্রেহর শেষ নেই। মেয়েদের ইভেন্টে আবার জ্যোতি সেমিফাইনালে অদিতি গোপীচাঁদকে হারিয়ে সোনার ম্যাচে পা রেখেছেন।
হানঝাউ: আর্চারিতে (Archery) সোনার ঝলক, একটা নয়, দুটো সোনা আসতে পারে কমপাউন্ড ইভেন্ট থেকে। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠে পড়েছেন দুই ভারতীয়। অভিষেক ভার্মা ও ওজেশ প্রবীণ দেওতলে। আর ওদিকে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জ্যোতি সুরেখা। ৭ অক্টোবর ভারতের ৩ ছেলে ও মেয়ে নামবেন ফাইনালে। ব্যক্তিগত কমপাউন্ড থেকে ভারত একটা সোনা ইতিমধ্যেই নিশ্চিত করে নিয়েছে। অভিষেক ও প্রবীণের মধ্যে কে সোনা জেতেন, তা নিয়ে আগ্রেহর শেষ নেই। মেয়েদের ইভেন্টে আবার জ্যোতি সেমিফাইনালে অদিতি গোপীচাঁদকে হারিয়ে সোনার ম্যাচে পা রেখেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এশিয়াডে ভারতেরই অদিতি গোপীচাঁদকে হারিয়ে মেয়েদের আর্চারি কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জ্যোতি সুরেখা। জ্যোতি ১৩তম শট পর্যন্ত ১ পয়েন্টে পিছিয়ে ছিলেন। কিন্তু শেষ সিরিজে তিনটে পারফেক্ট টেন শট নিয়ে ফাইনালে উঠে পড়েন জ্যোতি। অদিতি অবশ্য শেষ সিরিজে চাপ ধরে রাখতে পারেননি। এ বার আর্চারিতে কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের সোনার ম্যাচে নামবেন জ্যোতি।
মঙ্গলবার সকাল সকাল কোরিয়ার জে হুনজুনকে সেমিফাইনালে মাত্র ২ পয়েন্টে হারিয়ে আর্চারির কামপাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছে যান ভারতের অভিষেক ভার্মা। তারপর পুরুষদের আর্চারির কামপাউন্ড বিভাগের সেমিফাইনালে জেতেন ওজেশ প্রবীণ দেওতলে। তিনি ১৫ তিরের খেলায় ১৫০ পয়েন্ট তোলেন। অর্থাৎ, ১৫টা অ্যারো থেকেই প্রবীণ এনেছেন পারফেক্ট টেন। মহারাষ্ট্রের ছেলে প্রবীণ আর্চারি কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের উঠলেন। এ বার এশিয়ান গেমসের এই ইভেন্টের ফাইনালে মুখোমুখি নামবেন প্রবীণ ও অভিষেক। ফলে আর্চারির কামপাউন্ড বিভাগ থেকে সোনা, রুপো আসছেই। উল্লেখ্য, এই ইভেন্টের ফাইনাল ৭ অক্টোবর।
এ বারের এশিয়ান গেমসে কমপাউন্ডে পুরুষদের ব্যক্তিগত বিভাগ থেকে সোনা-রুপো পাকা। মেয়েদের কমপাউন্ডে জ্যোতি সোনার লড়াইয়ে নামবেন। অদিতি নামবেন ব্রোঞ্জ পদকের জন্য। আর এই কমপাউন্ড ইভেন্ট নেই অলিম্পিকে। অবশ্য অলিম্পিকে রিকার্ভ ইভেন্ট রয়েছে। এশিয়াডে পুরুষদের রিকার্ভে নেমেছিলেন অতনু দাস ও ধীরজ। দু’জনই কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। মেয়েদের রিকার্ভে ভজন কৌর ও অঙ্কিতা ভকতও কোয়ার্টার ফাইনাল পেরোতে পারেননি।