HS Prannoy : ‘অবশেষে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মেডেলিস্ট’, সেমিতে উঠে উচ্ছ্বসিত প্রণয়

এরপর বি সাই প্রণীত, কিদম্বী শ্রীকান্ত, ডাবলস জুটি চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি এবং তরুণ শাটলার লক্ষ্য সেনও এই মঞ্চ থেকে পদক নিয়ে ফিরেছেন।

HS Prannoy : 'অবশেষে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মেডেলিস্ট', সেমিতে উঠে উচ্ছ্বসিত প্রণয়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 12:26 PM

কলকাতা : অবশেষে নিজেকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (World Badminton Championships) মেডেলিস্ট বলতে পারবেন এইচএস প্রণয়। দেশের ব্যাডমিন্টন জগতে পরিচিত মুখগুলির প্রায় সকলেই এই মঞ্চ থেকে পদক জিতেছেন। এই প্রতিযোগিতায় ভারতের সবচেয়ে সফল শাটলার হলেন পিভি সিন্ধু। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হন পিভি। সাইনা নেহওয়ালের জোড়া পদক রয়েছে। ছেলেদের মধ্যে সর্বপ্রথম বিশ্ব ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন প্রকাশ পাড়ুকোন। এরপর বি সাই প্রণীত, কিদম্বী শ্রীকান্ত, ডাবলস জুটি চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি এবং তরুণ শাটলার লক্ষ্য সেনও এই মঞ্চ থেকে পদক নিয়ে ফিরেছেন। বাকি ছিলেন এইচএস প্রণয় (HS Prannoy)। ২০২৩ সালে দুর্দান্ত ফর্মে রয়েছেন প্রণয়। শুক্রবার বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে শেষ বিন্দু দিয়ে লড়াই করেছেন ভারতীয় শাটলার। ৬৮ মিনিটের ম্যাচে প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন প্রণয়। ১৩-২১ গেমে হারের পর প্রণয়কে লাগাতার উৎসাহ দিয়ে গিয়েছেন স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকরা। সেটাই যেন তাঁকে বাড়তি অক্সিজেন জোগায়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফেভারিট শাটলারকে হারিয়ে প্রণয়ের তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেন, “উফ, অবশেষে আমার কাছেও বিশ্ব ব্যাডমিন্টনের মেডেল এল। আমি নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছিলাম। যেটি আমার নিয়ন্ত্রণে ছিল তা হল আমি নিজে। আজ নিজে কিছুই ভাবছিলাম না। শুধু মাথায় ছিল পরের পাঁচ পয়েন্ট অর্জন করতে হবে। দ্বিতীয় গেমে নিজের জোনে ফিরে আসি।”

প্রণয়ের এই জয়ে ভারতীয় শাটলারদের ঝুলিতে এস ১৪তম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ মেডেল। চলতি বছরে কেরলের ৩১ বছরের শাটলার মালয়েশিয়া মাস্টার্স ৫০০ জেতেন। এরপর অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের ফাইনালে ওঠেন তিনি। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন।