Khelo India Games Live: দিনভর দেখুন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের লাইভ আপডেট

| Edited By: | Updated on: Apr 27, 2022 | 10:12 PM

Khelo India University Games Live Updates: আজ, বুধবার খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের পঞ্চম দিন।

Khelo India Games Live: দিনভর দেখুন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের লাইভ আপডেট
খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১Image Credit source: Twitter

বেঙ্গালুরু: আজ, বুধবার খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস (Khelo India University Games)-এর পঞ্চম দিন। বেঙ্গালুরুতে (Bengaluru) রবিবার ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। এই প্রতিযোগিতা ৩ মে অবধি চলবে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ দিনের শেষে পদক সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে জৈন ইউনিভার্সিটি। কর্ণাটকের জৈন ইউনিভার্সিটির পড়ুয়ারা এখনও অবধি মোট ৭টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ পেয়েছেন। সাবিত্রী বাই ফুলে ইউনিভার্সিটি রয়েছে দুই নম্বরে। তাদের ঝুলিতে রয়েছে ৪টি সোনা, ৫টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। এবং পদকসংখ্যার দিক থেকে তিন নম্বরে রয়েছে পঞ্জাব ইউনিভার্সিটি। পঞ্জাব ইউনিভার্সিটির পড়ুয়ারা ৪টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পেয়েছেন।

সারা দেশের বিভিন্ন প্রান্তের অনেক খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। ১৮৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে। মোট ৪ হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবেন ২০টি ইভেন্টে। কান্তিরাভা স্টেডিয়ামের কমপ্লেক্সেই হবে অ্যাথলেটিক্স ও বাস্কেটবল। বেঙ্গালুরুর সাই কমপ্লেক্সে হবে শুটিং। হকির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কারিয়াপ্পা স্টেডিয়ামে। করোনার কারণে গত বছর এই টুর্নামেন্টটি হয়নি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Apr 2022 07:30 PM (IST)

    শিব শ্রীধরের নয়া রেকর্ড

    ছেলেদের ১০০ মিটার বাটারফ্রাই সাঁতারে নয়া রেকর্ড গড়লেন শিব শ্রীধর।

  • 27 Apr 2022 04:49 PM (IST)

    শ্রীবল্লির তালে খেলো ইন্ডিয়ার মাসকট বিজয়

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের পঞ্চম দিনের ফাঁকে মাসকট বিজয়কে দেখা গেল শ্রীবল্লির তালে নাচতে।

  • 27 Apr 2022 03:29 PM (IST)

    ভারোত্তলনের রেজাল্টে চোখ বুলিয়ে নিন

    চলছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের পঞ্চম দিন। দেখে নিন ভারোত্তলনে কোন কলেজের স্টুডেন্টরা পদক পেল

  • 27 Apr 2022 12:14 PM (IST)

    আর্চারির ঝলক

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের আর্চারির ঝলক দেখুন

  • 27 Apr 2022 10:07 AM (IST)

    পঞ্চম দিনের শিডিউল

    দেখে নিন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের পঞ্চম দিনের ইভেন্ট শিডিউল

  • 27 Apr 2022 09:10 AM (IST)

    এক নজরে দেখে নিন চতুর্থ দিনের শেষে কোন ইউনিভার্সিটি ছিল মেডেল টেবলের শীর্ষে

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ দিনের শেষে পদক সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে জৈন ইউনিভার্সিটি। কর্ণাটকের জৈন ইউনিভার্সিটির পড়ুয়ারা এখনও অবধি মোট ৭টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ পেয়েছেন। সাবিত্রী বাই ফুলে ইউনিভার্সিটি রয়েছে দুই নম্বরে। তাদের ঝুলিতে রয়েছে ৪টি সোনা, ৫টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। এবং পদকসংখ্যার দিক থেকে তিন নম্বরে রয়েছে পঞ্জাব ইউনিভার্সিটি। পঞ্জাব ইউনিভার্সিটির পড়ুয়ারা ৪টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পেয়েছেন।

Published On - Apr 27,2022 9:00 AM

Follow Us: