কার্লসেনকে ১ ঘণ্টায় দু’বার হারিয়ে চমকে দিয়েছিলেন মিত্রাভ
বিমানবন্দরে নামতেই ফুল-মালা মিষ্টিতে বরণ করে নেওয়া হয় কলকাতার নয়া গ্র্যান্ডমাস্টারকে। বাড়ি ফেরার পরও শুভেচ্ছার ঢল। কেক-মিষ্টি-ফুলে ভর্তি মিত্রাভর ট্রফি রুম। ব্যস্ততার মাঝেই একান্ত সাক্ষাৎকার দিলেন টিভি নাইন বাংলাকে।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
এই তো কয়েক মাস আগের কথা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন বছর কুড়ির এক ছেলে। তাও একবার নয়। এক ঘণ্টায় পর পর দু’বার। সেই ছেলেই এখন গ্র্যান্ডমাস্টার (Grand Master) হয়ে সাড়া ফেলে দিয়েছেন চৌষট্টি খোপের দুনিয়ায়। মিত্রাভ গুহ (Mitrabha Guha) সার্বিয়ায় (Serbia) গ্র্যান্ডমাস্টার হয়ে বাংলার দাবার মুখ উজ্জ্বল করলেন।
ঘটনাটা ঠিক কী ছিল? এপ্রিলের এক মঙ্গলবারের সন্ধ্যায় বন্ধুরা সঙ্গে ঘরে বসে লিভারপুল (Liverpool)-আর্সেনালের (Arsenal) ম্যাচ দেখছিলেন ম্যাগনাস কার্লসেন। খেলার মাঝেই অনলাইন দাবার লাইভ স্ট্রিমিং অংশ নেন বিশ্ব চ্যাম্পিয়ন। ডঃ গ্রেকেনস্টাইন নাম নিয়ে অনলাইনে সবার সঙ্গে দাবা খেলতে থাকেন কার্লসেন। সবাইকেই অনায়াসে উড়িয়ে দিলেও মিত্রাভর কাছে হেরে বসেন। লকডাউনে তখন ঘরে বসে নিজের প্রস্তুতিপর্ব সারছিলেন মিত্রাভ। এক ঘণ্টার মধ্যে ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারিয়েও তিনি জানতেন না প্রতিপক্ষ কে ছিলেন। ঘনঘন ফোন আর মেসেজ আসতেই বুঝতে পারেন কি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। নিজের আইডলকে হারানোর ৭ মাস পরই গ্র্যান্ডমাস্টার হলেন মিত্রাভ।
বিমানবন্দরে নামতেই ফুল-মালা মিষ্টিতে বরণ করে নেওয়া হয় কলকাতার নয়া গ্র্যান্ডমাস্টারকে। বাড়ি ফেরার পরও শুভেচ্ছার ঢল। কেক-মিষ্টি-ফুলে ভর্তি মিত্রাভর ট্রফি রুম। ব্যস্ততার মাঝেই একান্ত সাক্ষাৎকার দিলেন টিভি নাইন বাংলাকে।
প্রশ্ন: এত খেলা থাকতে হঠাৎ দাবা কেন বেছে নিলেন? মিত্রাভ: বাবার জন্যই দাবায় আসা। যখন ছোট ছিলাম, বাবার সঙ্গে ঘরে খেলতাম। তখন থেকেই দাবার উপর একটা ভালোবাসা জন্মে যায়।
প্রশ্ন: কারও প্রশিক্ষণ ছাড়াই গ্র্যান্ডমাস্টার হয়েছেন। কতটা চ্যালেঞ্জিং ছিল? মিত্রাভ: ২০১৮ সালের পর কোচ ছাড়াই অনুশীলন করতাম। অনেক বেশি পরিশ্রম করতে হত। নিজেকেই সমস্ত নতুন চাল তৈরি করতে হত। সেই সঙ্গে অনেক পড়াশোনাও করতাম। অবশেষে সাফল্য পেলাম।
প্রশ্ন: কোন রাউন্ডটা সবচেয়ে বেশি কঠিন ছিল? মিত্রাভ: অবশ্যই ফাইনাল রাউন্ড।
প্রশ্ন: কোন আলাদা গ্র্যান্ডমাস্টারের কাছ থেকে কি প্রশিক্ষণ নেবেন? মিত্রাভ: হ্যাঁ, সেই ইচ্ছে তো আছেই। বিশ্বনাথন আনন্দের কাছ থেকেও যদি পরামর্শ পাই, তাহলে তো কথাই নেই।
প্রশ্ন: গ্র্যান্ডমাস্টার হওয়ার পর কোনও বিশেষ অনুভূতি… মিত্রাভ: বিশ্বনাথন আনন্দ টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। এর চেয়ে ভালো অনুভূতি আর কিই বা হতে পারে।
প্রশ্ন: নিজের আইডল ম্যাগনাস কার্লসেনের সঙ্গে কখনও দেখা হয়েছে? মিত্রাভ: দু’বছর আগে কলকাতায় খেলতে এসেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন। তখন একবার ওঁর সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল।
প্রশ্ন: দাবা ছাড়া আর কোনও খেলা ভালোলাগে? মিত্রাভ: অবসরে ক্রিকেট দেখতে পছন্দ করি। আর নিজে মাঝেসাঝে ব্যাডমিন্টন খেলি।
প্রশ্ন: সিনেমা দেখতে ভালোবাসেন? মিত্রাভ: নানারকম ওয়েব সিরিজ দেখতে খুব ভালো লাগে।
প্রশ্ন: গ্র্যান্ডমাস্টার হওয়ার পর বাবা-মা কী উপহার দিলেন? মিত্রাভ: সার্বিয়ায় গ্র্যান্ডমাস্টার হওয়ার পরই মা ওখান থেকে একটা কাঠের দাবার বোর্ডে কিনে দেয়। অনেক দিনের স্বপ্ন ছিল একটা উডেন চেস বোর্ডের। মা উপহার দিয়ে সেই স্বপ্নপূরণ করল।
প্রশ্ন: পরবর্তী টার্গেট কী? মিত্রাভ: সুপার গ্র্যান্ডমাস্টার হাওয়াই এখন আমার পাখির চোখ। ওই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চাই।