Rafael Nadal: চোটকে হারিয়ে উইম্বলডনে নামার জন্য মুখিয়ে রয়েছেন স্প্যানিশ তারকা

একের পর এক ব্যথার ইঞ্জেকশন নিয়ে ফরাসি ওপেনের ম্যাচ খেলেছেন নাদাল। এতটাই ঘনঘন ইঞ্জেকশন নিতে হত যে, তাঁর মনে হত বাঁ পা-টা বোধহয় ঘুমিয়ে রয়েছে। তার পরও ২২তম গ্র্যান্ড স্লাম জিততে সমস্যা হয়নি।

Rafael Nadal: চোটকে হারিয়ে উইম্বলডনে নামার জন্য মুখিয়ে রয়েছেন স্প্যানিশ তারকা
রাফায়েল নাদালImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2022 | 10:00 AM

পালমা: এখনও চোট পুরোপুরি সারেনি। গোড়ালির চোট যে পুরোপুরি সেরে যাবে, এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। তার পরও উইম্বলডনে (Wimbledon) নামার জন্য মুখিয়ে রয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। চলতি বছরের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন স্প্যানিশ তারকা। অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) চ্যাম্পিয়ন হয়েছেন। তার পর ফরাসি ওপেনেও (French Open) আবার নিজেকে মেলে ধরেছেন নিজেকে। ২২টা গ্র্যান্ড স্লাম ইতিমধ্যে জিতে ফেলেছেন নাদাল। উইম্বলডনে যদি নিজের ক্যারিশমা তুলে ধরতে পারেন, তা হলে ২৩তম গ্র্যান্ড স্লাম জিতে ফেলবেন। ওপেন এরায় ছেলেদের টেনিসে যা এক ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সেই তিনিই অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সবুজ ঘাসে নেমে পড়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

নাদাল বলেছেন, ‘উইম্বলডনে খেলাটাই আমার লক্ষ্য। যে ভাবে চিকিৎসা চলছে, গত সপ্তাহে যে ভাবে ট্রেনিং করেছি, তাতে মনে হয়েছে আমি উইম্বলডনে খেলতেও পারি। সোমবার আমি লন্ডনের উদ্দেশে যাত্রা করব। হার্লিংহ্যামে আমি একটা প্রীতি ম্য়াচ খেলব। সেই সঙ্গে ট্রেনিংও করব। তখনও আরও বুঝতে পারব, কতটা সম্ভাবনা রয়েছে আমার।’

একের পর এক ব্যথার ইঞ্জেকশন নিয়ে ফরাসি ওপেনের ম্যাচ খেলেছেন নাদাল। এতটাই ঘনঘন ইঞ্জেকশন নিতে হত যে, তাঁর মনে হত বাঁ পা-টা বোধহয় ঘুমিয়ে রয়েছে। তার পরও ২২তম গ্র্যান্ড স্লাম জিততে সমস্যা হয়নি। নাদালের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখে অনেকেই বলতে শুরু করেছেন, চোটই মোটিভেশন হয়ে গিয়েছিল তাঁর। চোটকে হারিয়েও যে সাফল্য পাওয়া যায়, তা প্রমাণ করার জন্যই মরিয়া হয়ে কোর্টে নামতেন।

২০০৮ ও ২০১০ সালে কেরিয়ারে মাত্র দু’বারই উইম্বলডন জিতেছেন নাদাল। গত বছর চোটের কারণে উইম্বলডনে নামতেই পারেননি। অল ইংল্যান্ড ক্লাবের টেনিস কোর্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ‘লন্ডনে পৌঁছে আমি দুটো ম্যাচ খেলব। তার মধ্যে দিয়েই নিজেকে উইম্বলডনের জন্য তৈরি করব। আগামী কয়েক দিন কী হবে, তা তো জানি না। যদি পরিস্থিতি ঘুরে যায়, নেতিবাচক হয়ে যায়, তখন আমাকে অন্য কিছু ভাবতেই হবে। তার আগে কিন্তু বলতে পারি, উইম্বলডনে নামার জন্য মুখিয়ে আছি।’

এ বছরের নির্ঘণ্ট সাজিয়ে ফেলেছেন নাদাল। উইম্বলডনের পর খেলবেন কানাডা ওপেন। তার পর ইউএস ওপেনে নামবেন। নাদালের কথায়, ‘রোলাঁ গারোতে ভালো খেলা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কিন্তু ঘাসের কোর্ট খেলা অন্য রকম ব্যাপার। গত তিন বছর ঘাসের কোর্টে খেলিনি। উইম্বলডন আমার কাছে কঠিন হবে। সেই কারণে প্রথম রাউন্ডটা নিশ্চিত ভাবেই কঠিন হবে। তবে আমি নিজের চেনা ছন্দেই খেলতে চাই।’