Sharath Kamal: খেলরত্নের জন্য নাম সুপারিশ শরথ কমলের, অর্জুন পুরস্কারের জন্য লক্ষ্য সেন

খেলরত্নের পাশাপাশি অর্জুন পুরস্কারের নামও প্রস্তাব করা হয়েছে। ১২ সদস্যের কমিটি অর্জুন পুরস্কারের জন্য ২৫টি নাম প্রস্তাব করেছে।

Sharath Kamal: খেলরত্নের জন্য নাম সুপারিশ শরথ কমলের, অর্জুন পুরস্কারের জন্য লক্ষ্য সেন
শরথ কমল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2022 | 7:46 PM

নয়াদিল্লি: ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য ভারতের টেবিল টেনিস খেলোয়াড় অচিন্ত্য শরথ কমলের নাম প্রস্তাব করা হল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএম খানইউকারের নেতৃত্বাধীন কমিটি শরথকমলের নাম প্রস্তাব করেছে। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অসাধারণ পারফরম্যান্সের জন্য ৪০ বছর বয়সি শরথের নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গিয়েছে। কমলওয়েলথ গেমসে মোট চারটি পদক জেতেন শরথ। তিনটি সোনা এবং একটি রুপোর পদক জেতেন তিনি। এশিয়ান গেমসেও ২ বার পদক জিতেছেন তিনি।

শরথকমলের পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদের নাম খেলরত্নের জন্য থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তাঁদের নাম প্রস্তাবিত তালিকায় নেই। তাঁরা হলেন- ভারতীয় হকি দলের খেলোয়াড় হরমনপ্রীত সিং, আকাশদীপ সিং এবং রুপিন্দর পাল সিং। মহিলা হকি দলের অধিনায়ক এবং গোলকিপার সবিতা পুনিয়া এবং মহিলা হকি দলের ফরওয়ার্ডের খেলোয়াড় বন্দনা কাটারিয়া, ব্যাডমিন্টন খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত, কুস্তিগির দীপক পুনিয়া, শুটার অঞ্জুম মদগিল।

খেলরত্নের পাশাপাশি অর্জুন পুরস্কারের নামও প্রস্তাব করা হয়েছে। ১২ সদস্যের কমিটি অর্জুন পুরস্কারের জন্য ২৫টি নাম প্রস্তাব করেছে। সেই তালিকায় রয়েছেন, কমনওয়েলথ গেমসে সিঙ্গলসের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। মহিলা ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন, এশিয়ান গেমসে সোনাজয়ী অমিত পঙ্গল, দাবাড়ু রমেশবাবু প্রাগানান্ধা, মহিলা কুস্তিবিদ অংশু মালিক, সরিতা মোর, নয়য়মণি সাইকিয়ার মতো খেলোয়াড়রা।

ধারাবাহিক পারফরম্যান্সের জন্য়ই লক্ষ্য সেনের নাম তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, থমাস কাপে সোনা জয়, কমনওয়েলথ গেমসে পারফরম্য়ান্সের জেরেই অর্জুন পুরস্কারের জন্য নাম পাঠানো হবে লক্ষ্য সেনের।