Wimbledon 2023: ব্যাপক হারে বাড়ল উইম্বলডনের প্রাইজ মানি, প্রথম রাউন্ডে হারলেও…
Wimbledon Prize Money : আগামী ৩-১৬ জুলাই হবে গ্রাস কোর্টের এই টুর্নামেন্ট। মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়নের জন্য থাকছে ১.১৭৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় ১২ কোটি টাকারও বেশি। ২০২১ সালে প্রাইজ মানি কমে গিয়েছিল ১.৭ মিলিয়ন পাউন্ডে। গত বছর তা বেড়ে হয় ২ মিলিয়ন পাউন্ড।
লন্ডন: সবাই চ্যাম্পিয়ন হবেন তা নয়। নতুন প্রজন্মের কথা ভাবছে উইম্বলডন কর্তৃপজ্ঞ। আগামী মাসে হবে উইম্বল। বিশ্ব টেনিসে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম ইভেন্ট। মরসুমের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জকোভিচ। ফরাসি ওপেন জিতে ছাপিয়ে গিয়েছেন রাফায়েল নাদালকে। পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্লামের সংখ্যায় নোভাক জকোভিচ এখন শীর্ষস্থানে। তাঁর গ্র্যান্ড স্লাম সংখ্যা ২৩টি। মহিলাদের টেনিসে সমসংখ্যক গ্র্যান্ড স্লাম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের। উইম্বলডন জিতলে সেরেনাকেও ছাপিয়ে যাবেন নোভাক জকোভিচ। তেমনই টেনিসে ওপেন এরায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের রেকর্ড থাকা মার্গারেট কোর্টকেও ছুঁয়ে ফেলবেন সার্বিয়ান তারকা নোভাক। মার্গারেট কোর্ট ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। উইম্বলডন শুরুর আগে নোভাক জকোভিচই শুধু নয়, বিশ্বের অন্যান্য টেনিস তারকাদের জন্য সুখবর দিল অল ইংল্যান্ড লন টেনিস কর্তৃপক্ষ। ব্যাপক হারে বাড়ল প্রাইজ মানি। প্রথম রাউন্ডে ছিটকে গেলেও প্রচুর অঙ্কের প্রাইজ মানি থাকছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
উইম্বলডন আয়োজকদের তরফে জানানো হয়েছে, গত বারের তুলনায় সব মিলিয়ে প্রাইজ মানি বাড়ানো হয়েছে ১১.২ শতাংশ। সব মিলিয়ে উইম্বলডনে পুরস্কার মূল্য হতে চলেছে ৪৪.৭ মিলিয়ন পাউন্ড। কোভিডের জন্য সাময়িক ধাক্কা খেয়েছিল ক্রীড়া জগৎ। আঁচ পড়েছিল টেনিসেও। তবে পুরনো মেজাজে ফিরছে উইম্বলডন। ২০১৯ সালের মতো প্রাইজ মানি রাখা হয়েছে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়নের জন্য। পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন পাবেন ২.৩৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা। মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়নের জন্য থাকছে ১.১৭৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় ১২ কোটি টাকারও বেশি। ২০২১ সালে প্রাইজ মানি কমে গিয়েছিল ১.৭ মিলিয়ন পাউন্ডে। গত বছর তা বেড়ে হয় ২ মিলিয়ন পাউন্ড।
উইম্বলডনের কোয়ালিফাইং পর্বের প্রাইজ মানিও বাড়ানো হয়েছে ১৪.৫ শতাংশ। প্রথম রাউন্ডে কেউ বিদায় নিলেও অন্তত ৫৫ হাজার পাউন্ডের প্রাইজ মানি নিশ্চিত। গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। অল ইংল্যান্ড লন টেনিসের চেয়ারম্যান ইয়ান হিউয়িট বলেন, ‘এ বছর প্লেয়ারদের রেকর্ড পরিমাণ প্রাইজ মানি দিতে পারব। এর জন্য খুবই আনন্দিত। বেশির ভাগ ক্ষেত্রেই শতাংশের নিরিখে দু-অঙ্কের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। আমাদের লক্ষ্য কোভিডের আগে যেমন প্রাইজ মানি দেওয়া হত, সেই জায়গায় ফেরা।’ আগামী ৩-১৬ জুলাই হবে গ্রাস কোর্টের এই টুর্নামেন্ট।