Tokyo Olympics 2020: বিপর্যস্ত টোকিও গেমসের বিতর্কের ঝলক
ঠিক একমাস পর, ২৩ জুলাই শুরু টোকিও গেমস। কোন জায়গায় দাঁড়িয়ে আছে টোকিও? কতটা প্রস্তুত অলিম্পিক আয়োজনের জন্য? করোনা সামলাবে কী ভাবে? বিপর্যয়ের নতুন ধারাবিবরনী শোনা যাবে না তো?
২০১১ সালের মারাত্মক ভূমিকম্পের কথা এখনও ভুলতে পারেননি জাপানের (Japan) আম জনতা। ভয়ঙ্কর সুনামি কিংবা ফুকুশিমায় নিউক্লিয়ার বিপর্যয় ক্ষত রেখে গিয়েছে মনে। সেই জাপান অলিম্পিকের (Olympics) হাত ধরে নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। কিন্তু তাতেও কম বিতর্ক নেই।
ঠিক একমাস পর, ২৩ জুলাই শুরু টোকিও গেমস (Tokyo Games)। কোন জায়গায় দাঁড়িয়ে আছে টোকিও? কতটা প্রস্তুত অলিম্পিক আয়োজনের জন্য? করোনা সামলাবে কী ভাবে? বিপর্যয়ের নতুন ধারাবিবরনী শোনা যাবে না তো?
অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে কী কী বিতর্কে জেরবার হয়েছে টোকিও, তারই খতিয়ান দিল টিভি নাইন বাংলা।
১) ২০১৫ সালে টোকিওর অলিম্পিক স্টেডিয়াম তৈরির জন্য ২ বিলিয়ন ডলার বরাদ্দ করে জাপান সরকার। যা গণবিক্ষোভ তৈরি করেছিল ওই দেশে।
২) টোকিও অলিম্পিকের প্রথম লোগো নিয়ে শুরু হয়ে গিয়েছিল বিতর্ক। বেলজিয়ান থিয়েটারের সঙ্গে মিল থাকায়। তা পাল্টে নতুন লোগো ‘স্নেক আই’ তৈরি করা হয়।
৩) অলিম্পিকের দরপত্র তোলার জন্য যে কোনও দেশকে ২.৩ মিলিয়ন ডলার দিতে হয়। টোকিওকে অলিম্পিকের ভেনু হিসেবে বাছা হলেও ওই অর্থ দেয়নি আয়োজক সংস্থা। বিতর্কে পড়ে আয়োজক সংস্থার প্রেসিডেন্ট পদত্যাগ করেন।
৪) গরমের কথা ভেবে হঠাত্ই টোকিও থেকে অলিম্পিক ম্যারাথন সরানো হয়েছিল সাপোরোর উত্তরাংশে। এমন ঘটনা সাধারণত দেখা যায় না। একটা শহরকে কেন্দ্র করেই হয় অলিম্পিক। অন্য কোনও শহরে অলিম্পিকের ইভেন্ট আয়োজন করা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়।
৫) করোনাভাইরাসের তীব্র প্রকোপে অলিম্পিক পিছিয়ে দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
৬) ২০২১ সালের ২৩ জুলাই অলিম্পিক শুরুর ঘোষণা। কিন্তু অলিম্পিকের নাম রাখা হল সেই ‘টোকিও ২০২০’।
৭) করোনার প্রভাব থাকলেও অলিম্পিক বাতিলের দাবি উড়িয়ে দেয় আইওসি।
৮) নিরাপদ ও সুরক্ষিত অলিম্পিক আয়োজন করার প্রতিশ্রুতি। সমস্ত অ্যাথলিটদের ভ্যাকসিন দেওয়ারও। যা নিয়েও দেখা দেয় বিতর্ক।
৯) করোনায় জনতার সমর্থন হারায় অলিম্পিক। কিন্তু তাতেও কোনও ভাবে গেমস বাতিল বা পিছনোর দাবি মানা হয়নি।
১০) মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে পদত্যাগ করতে বাধ্য হন অলিম্পিক আয়োজক সংস্থার চিফ ইওশিরো মোরি। বিতর্ক থামাতে জাপান ক্যাবিনেটের মহিলা সদস্য ও অলিম্পিয়ান সেইকো হাসিমোতো দায়িত্ব নেন।
১১) অলিম্পিকের ইতিহাসে এই প্রথম বিদেশি দর্শকদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।
১২) ফুকুশিমায় শুরু হয় অলিম্পিকের মশাল দৌড়। কিন্তু করোনার কারণে দর্শক ঢুকতে দেওয়া হয়নি। তারপর অধিকাংশ শহর মশাল দৌড় বাতিল করে দেয়।
১৩) টোকিও গেমস থেকে নাম তুলে নেয় উত্তর কোরিয়া।
১৪) করোনার প্রভাবে সারা দেশে দীর্ঘমেয়াদি জরুরি অবস্থা জারি করা হয়। জুন মাসের শেষে যা ওঠার কথা।
১৫) কোনও ইভেন্ট দেখার জন্য স্টেডিয়ামে মাত্র ১০ হাজার স্থানীয় দর্শক ঢোকায় সম্মতি আয়োজকদের।
আরও পড়ুন: Tokyo Olympics: কেমন দেখতে অলিম্পিকের গেমস ভিলেজ?