Tokyo Olympics 2020: টোকিওয় বুধে নারী শক্তির জয়

Summer Olympics 2020: একদিকে শুটিং থেকে পদকের আশা যত ফিকে হচ্ছে, বক্সিং থেকে ক্রমশ জোরাল হচ্ছে পদকের আশা। পাশাপাশি আর্চারিতে দীপিকা ও ব্যডমিন্টনে সিন্ধুর থেকেও ভারতের পদক প্রাপ্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Tokyo Olympics 2020: টোকিওয় বুধে নারী শক্তির জয়
Tokyo Olympics 2020: টোকিওয় বুধে নারী শক্তির জয়

টোকিও: বুধবার টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতের প্রাপ্তি তিন নারী শক্তির জয়। বক্সিংয়ের (Boxing) কোয়ার্টার ফাইনালে পূজা রানি (Pooja Rani)। আর্চারিতে (Archery) মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী (Deepika Kumari)। ব্যাডমিন্টনে (Badminton) পিভি সিন্ধু (PV Sindhu) পৌঁছে গিয়েছেন প্রিকোয়ার্টার ফাইনালে। একদিকে শুটিং থেকে পদকের আশা যত ফিকে হচ্ছে, বক্সিং থেকে ক্রমশ জোরাল হচ্ছে পদকের আশা। পাশাপাশি আর্চারিতে দীপিকা ও ব্যডমিন্টনে সিন্ধুর থেকেও ভারতের পদক প্রাপ্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

মেয়েদের বক্সিংয়ে ভারতের দুই বক্সার পদক জয় থেকে এক ধাপ দূরে রয়েছেন। আজ পূজা রানি শেষ আটে পৌঁছেছেন, গতকালই লভলিনাও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বুধবার টোকিওয় প্রিকোয়ার্টার ফাইনালে পূজা রানি মহিলাদের বক্সিংয়ের মিডলওয়েটে আলজিরিয়ার প্রতিপক্ষকে ৫-০ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন।

আর্চারিতে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ মুনিকো ফার্নান্দেজেকে ৬-৪ ফলে হারিয়ে, শেষ আটের লড়াইয়ে পৌঁছে গেছেন দীপিকা কুমারী। তাঁকে ঘিরে পদকের আশায় রয়েছে দেশবাসী।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী ব্যাডমিন্টন খেলেছেন রিওতে রুপো পাওয়া পিভি সিন্ধু। বুধবার টোকিওতে চেয়ুং নানকে ২১-৯, ২১-১৬ ফলাফলে কার্যত উড়িয়ে সহজেই প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন সিন্ধু। ৩৫ মিনিটেই ম্যাচ জিতে নিয়েছেন সিন্ধু। প্রিকোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ মিয়া ব্লিচফেল্ড।

টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগে বিশেষজ্ঞ মহল থেকে দাবি উঠছিল, এ বারের অলিম্পিক থেকে ভারতের পদক সংখ্যা দু’অঙ্কের ঘর ছুঁয়ে যাবে। আদতে যা পরিস্থিতি তাতে সে সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তবে সবকিছুর মাঝেও আশা জাগাচ্ছেন দীপিকা-পূজা-সিন্ধুরা। উল্লেখ্য, ভারতকে এখনও পর্যন্ত একটি মাত্র পদক এনে দিতে পেরেছেন মীরাবাই চানু।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০

Click on your DTH Provider to Add TV9 Bangla