TOKYO OLYMPICS 2020 : ৪১ বছর পর পদক এল হকিতে
মস্কো অলিম্পিকে সোনা জিতেছিল ভারতীয় হকি। তারপর আর কোনওদিনও অলিম্পিক পদকের মুখ দেখা হয়নি ভারতের। অবশেষে ৪১ বছর পর অলিম্পিকে পদক এল হকিতে। আরও একটি পদক কি আসবে হকিতে? এবার তাকিয়ে থাকতে হবে রানি রামপালদের দিকে।
টোকিওঃ ৪১ বছর। অপেক্ষার অবসান। অবশেষে হকিতে এল পদক। জার্মানিকে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ গোলে হারিয়ে চার দশক পর অলিম্পিক পদক পেল ভারতীয় হকি। এদিন শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক। দ্বিতীয় কোয়ার্টারে দুরন্ত লড়াই ভারতের। ভারতের হয়ে এদিন জোড়া গোল করেন সিমরনজিত সিং।
এদিন ম্যাচের শুরুতেই ওরাজের গোলে এগিয়ে যায় জার্মানি। প্রথম কোয়ার্টারে ভারতের থকে দাপট বেশি ছিল জার্মানির। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে অন্য ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ভারতকে সমতায় ফেরান সিমরনজিত সিং। এরপর আবার কাউন্টার অ্যাটাক। জার্মানির পরপর দুটি গোলে আবার বেসামাল ভারত। ১-৩ গোলে পিছিয়ে থাকা ভারতকে এবার ম্যাচে ফেরাল হরমনপ্রীত সিং ও হার্দিক সিংয়ের। মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে ভারতকে ফেরালেন হার্দিক ও হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারে সেয়ানে সেয়ানে লড়াই শেষে ম্যাচের স্কোর ছিল ৩-৩।
তৃতীয় কোয়ার্টার জুড়ে শুধুই ভারতের দাপট। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতকে এবার এগিয়ে দেন রুপিন্দর পাল সিং। ৪-১ গোলে এগিয়ে ভারত তখন ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নিয়েছে। মাত্র ৩ মিনিটের ব্যবধানে ফের ভারতের হয়ে গোল সিমরনজিত সিংয়ের। ভারতের পঞ্চম গোল। ম্যাচে জোড়া গোল করে ভারতকে ম্যাচে চালকের আসনে বসিয়ে দেন সিমরনজিত। চতুর্থ কোয়ার্টার শেষে ৫-৩ গোলে এগিয়ে থাকে ভারত।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে ব্যবধান খানিকটা কমায় জার্মানি। উইন্ডফেডারের গোলে ব্যবধান কমায় জার্মানি। অবশেষে ৫-৪ গোলে ম্যাচ জিতে ইতিহাস গড়লেন মনপ্রীতরা।
মস্কো অলিম্পিকে সোনা জিতেছিল ভারতীয় হকি। তারপর আর কোনওদিনও অলিম্পিক পদকের মুখ দেখা হয়নি ভারতের। অবশেষে ৪১ বছর পর অলিম্পিকে পদক এল হকিতে। আরও একটি পদক কি আসবে হকিতে? এবার তাকিয়ে থাকতে হবে রানি রামপালদের দিকে।
অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০