Tokyo Paralympics 2020: টিটির সেমিফাইনালে ভাবিনা প্যাটেল, ভারতের প্রথম পদক নিশ্চিত
মেয়েদের টেবল টেনিসের সিঙ্গলসের ক্লাস ৪-এর সেমিফাইনালে পৌঁছে গিয়ে ভারতের হয়ে পদক নিশ্চিত করেছেন ভাবিনা।
টোকিও: টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) মেয়েদের টেবল টেনিস (Table Tennis) থেকে দেশকে প্রথম পদক এনে দিচ্ছেন ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। মেয়েদের টেবল টেনিসের সিঙ্গলসের ক্লাস ৪-এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। যার ফলে টোকিও প্যারালিম্পিক থেকে কমপক্ষে ভারতের ব্রোঞ্চ পদক নিশ্চিত। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান প্রতিপক্ষ বরিস্লাভা পেরিক র্যানকোভিচকে (Borislava Peric) ৩-০ ব্যবধানে হারালেন ভাবিনা।
আজ, শুক্রবার সকালেই প্রিকোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ জোয়েস দি ওলিভিয়েরাকে (Joyce de Oliveira ) ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় প্যাডলার ভাবিনা। কোয়ার্টার ফাইনালে বিশ্বের দু’নম্বর তারকাকে মাত্র ১৮ মিনিটে হারালেন ভাবিনা। ম্যাচের ফলাফল ১১-৫, ১১-৬, ১১-৭। শেষ আটের লড়াইয়ে সার্বিয়ান প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভাবিনা। স্ট্রেট গেমে ম্যাচ জিতে নেন তিনি।
Tokyo Paralympics: Para table tennis player Bhavina Patel beats Borislava Rankovic of Serbia 3-0 to reach the semifinals of Class 4 Table Tennis event. She won 11-5, 11-6, 11-7
(File pic courtesy: PIB India's Twitter) pic.twitter.com/fyYgJnzy4G
— ANI (@ANI) August 27, 2021
দীপা মালিকের পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক থেকে দেশকে পদক দিচ্ছেন ভারতীয় প্যারা-প্যাডলার ভাবানি প্যাটেল। ভারতের হয়ে প্যারা-টেবল টেনিসে প্রথম পদক নিশ্চিত করলেন ভাবানি। শনিবার ব্যক্তিগত ইভেন্টের সেমিফাইনালে নামবেন তিনি। সেখানে ঠিক হবে তিনি পদকের রং রুপো বা সোনায় বদলাতে পারবেন কিনা।
⭐1st Indian to secure a #ParaTableTennis medal ⭐Lost her opening match and then won 3 in a row. ⭐In her quarter final match, she trailed just once.
Take a bow, @BhavinaPatel6 ?
Stay tuned for her semi-final tomorrow! ⌛#Paralympics #Tokyo2020 pic.twitter.com/1gyRX7cHOj
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 27, 2021
তার আগে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে হারিয়ে প্রিকোয়ার্টারে পৌঁছে গিয়েছিলেন ভাবিনা। শুক্রবার শেষ ১৬-র লড়াইয়ের ফলাফল ১২-১০, ১৩-১১, ১১-৬। জোয়েস শুরুটা ভালো করলেও ভাবিনা দুরন্ত প্রত্যাবর্তন ঘটান। আর ম্যাচও জিতে নেন। তাঁর হাত ধরেই টিটিতে প্যারালিম্পিক থেকে প্রথম পদক পাচ্ছে ভারত।
ভাবিনা টোকিও প্যারালিম্পিক থেকে দেশকে পদক এনে দিতে পারলেও অপর এক ভারতীয় প্যাডলার সোনাল প্যাটেল (Sonal Patel) পারলেন না। দক্ষিণ কোরিয়ার মি-গুইয়ের বিরুদ্ধে ১০-১২, ১১-৫, ১১-৩, ১১-৯ ব্যবধানে হেরে টোকিও প্যারালিম্পিক থেকে বিদায় নিলেন তিনি।
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: টেবল টেনিসের শেষ আটে ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল
আরও পড়ুন: TOKYO PARALYMPICS 2020: টোকিওর মঞ্চে দুরন্ত প্রত্যাবর্তন ভাবিনার
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: প্রথম দিনই হার সোনাল-ভাবিনার